বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
3041. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয়?
১০ জানুয়ারি, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
৩ মার্চ, ১৯৭১
3042. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন সাহেবের কথা।"
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
3043. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন --
পল্টন ময়দানে
মানিক মিয়া এ্যাভিনিউতে
সোহরাওয়ার্দী উদ্যানে
লালদিঘী ময়দানে
3044. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন কে?
তমিজউদ্দীন খান
সৈয়দ আজমত খান
ধীরেন্দ্রনাথ দত্ত
মনোরঞ্জন ধর
3045. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
জনাব শাহজাহান সিরাজ
তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব
ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী
তৎকালীন ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন
3046. ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' কে এই নেতা?
খাজা নাজিমউদ্দীন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
আইয়ুব খান
3047. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
ঢাকার প্রেসিডেন্ট ভবনে
ঢাকার রেসকোর্স ময়দানে'
3048. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
২ মার্চ
৩ মার্চ
১৬ মার্চ
২৬ মার্চ
3049. ১৯৪৮ - ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে প্রতিবছর ভাষা দিবস বলে যে দিনটি পালন করা হতো ?
৩০ জানুয়ারি
২৬ ফেব্রুয়ারি
১১ মার্চ
২১ এপ্রিল
3050. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয়?
২০ জানুয়ারি, ১৯৫২
২ ফেব্রুয়ারি, ১৯৫২
১৮ ফেব্রুয়ারি, ১৯৫২
৩০ বা ৩১ জানুয়ারি, ১৯৫২
3051. কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
১৯২০ সালে
১৯৪৭ সালে
১৯৫০ সালে
১৯৫২ সালে
3052. ভাষা আন্দোলনের সময় 'পূর্ববাংলা ভাষা কমিটি' এর সভাপতি কে ছিলেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল মতিন
আকরাম খাঁ
মহিউদ্দিন আহমেদ
3053. বাংলাদেশের স্বাধীনতার ইশতাহার কবে কোথায় পাঠ করা হয়?
১৭ই এপ্রিল, ১৯৭১ মুজিবনগর
১০ই এপ্রিল, ১৯৭১ কুষ্টিয়া
২৬শে মার্চ, ১৯৭১ ধানমন্ডি
৩ মার্চ, ১৯৭১ পল্টন ময়দান
3054. কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়?
১১ মার্চ, ১৯৪৭
১১ মার্চ, ১৯৪৮
১৭ মার্চ, ১৯৪৯
৭ মার্চ, ১৯৫৭
3055. কত জন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
১৫ জন
১৬ জন
১৭ জন
১৮ জন
3056. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
১৬
১৭
১৮
১৯
3057. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন (hoisted) করা হয়-
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
3058. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
কলকাতায়
চট্টগ্রামের পতেঙ্গায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়
কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
3059. Who is the first martyr in our liberation war?
Motiur Rahman
Shangku Samajhdar
Nur Mohammad
Mustafa Kamal
3060. কোন সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়?
১৯৪৮
১৯৫০
১৯৫২
১৯৫৪