Image
বাংলাদেশ বিষয়ে MCQ Questions
3081. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
3082. মূল্যবোধ দৃঢ় হয়-
শিক্ষার মাধ্যমে
সুশাসনের মাধ্যমে
ধর্মের মাধ্যমে
গণতন্ত্র চর্চার মাধ্যমে
3083. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা
3084. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
বিভিন্নতা
পরিবর্তনশীলতা
আপেক্ষিকতা
উপরের সবগুলোই
3085. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
৪র্থ তফসিল
৫ম তফসিল
৬ষ্ঠ তফসিল
৭ম তফসিল
3086. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
3087. আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
লন্ডনে
হেগে
3088. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫
3089. বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
বৈকাল
কাম্পিয়ান
লেক সুপিরিয়র
চিলকা
3090. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
সামাজিক মূল্যবোধ
ইতিবাচক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ
নৈতিক মূল্যবোধ
3091. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
দক্ষিণ তালপট্টি
সেন্টমার্টিন
নিঝুম দ্বীপ
ভোলা
3092. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
বহুদলীয় ব্যবস্থা
বাকশাল প্রতিষ্ঠা
তত্ত্বাবধায়ক সরকার
সংসদে মহিলা আসন
3093. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
3094. সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল
কয়লা
চীনামাটি
3095. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
3096. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
3097. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক
3098. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
চাকমা
মুরং
ঘুমি
খাসিয়া
3099. কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
গেওয়া
ধুন্দল
গর্জন
সুন্দরী
3100. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
অনুচ্ছেদ ৭
অনুচ্ছেদ ৭(ক)
অনুচ্ছেদ ৭(খ)
অনুচ্ছেদ ৮