EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
3061. ' তমদ্দুন মজলিশ' কত সালে
২ সেপ্টেম্বর, ১৯৪৬
১ বা ২ সেপ্টেম্বর, ১৯৪৭
২ সেপ্টেম্বর, ১৯৪৮
২ সেপ্টেম্বর, ১৯৫০
3062. রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয় ।
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে
3063. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
একাডেমি সংঘ
ভাষা আন্দোলন মঞ্চ
তমদ্দুন মজলিশ
বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
3064. Which party on the elections in Pakistan in 1970 in was not allowed to form government?
Muslim League
Awami League
Pakistan Peple's Party
Jamaat-e Islami Pakistan
3065. কে প্রথম পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন ?
আবুল হাশেম
শেখ মুজিবুর রহমান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
3066. ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান 'তমদ্দুন মজলিশ' কার নেতৃত্বে গঠিত হয়? / তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন?
অধ্যাপক আবুল কাসেম
কামরুদ্দিন আহমদ
আবদুল মতিন
আবদুস সালাম
3067. ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত কে?
জ্যোতির্ময় গুহ ঠাকুরদা
জিতেন ঘোষ
ধীরেন্দ্রনাথ দত্ত
মুহম্মদ আব্দুল হাই
3068. সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
১০ জানুয়ারি
১৭ মার্চ
৭ মার্চ
২৬ মার্চ
3069. 'পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা' কোন সময়ের স্লোগান?
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ের
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়ের
১৯৬২ সালের ছাত্র আন্দেলনের সময়ের
বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ের
3070. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংকলন করে-
জেরেমি বেন্থাম
জ্যাকব ফিল্ড
মাইকেল এঞ্জেল
কন্ডোলিসা রাইস
3071. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মেয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র?
তর্জনী
স্বাধীনতা
গর্জন
মুক্তি
3072. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো -
আঞ্চলিকতা
ধর্ম
রাজনীতি
ভাষা ও সংস্কৃতি
3073. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল?
পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন
মার্শাল 'ল' পদত্যাগের আন্দোলন
3074. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৬ দফা
১১ দফা
৪ দফা
৭ দফা
3075. '৭ মার্চ ভবন' ... বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
রাজশাহী
জগন্নাথ
খুলনা
ঢাকা
3076. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
তমদ্দুন মজলিশ
ভাষা পরিষদ
আমরা বাঙালি
মাতৃভাষা পরিষদ
3077. ৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল - উক্তিটি কার?
চে গুয়েভারা
নেলসন ম্যান্ডেলা
মোস্তফা কামাল আতাতুর্ক
মহাত্মা গান্ধী
3078. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম ---
ভয়েস অব লিবার্টি
দ্য স্পিচ
ওরা ১১ জন
স্টপ জেনোসাইড
3079. 'তমদ্দুন মজলিশ' ছিল একটি
সাংস্কৃতিক প্রতিষ্ঠান
সামাজিক প্রতিষ্ঠান
রাজনৈতিক প্রতিষ্ঠান
দাতব্য প্রতিষ্ঠান
3080. বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন ?
১১টি
২৮টি
২১টি
৩৫টি