Image
বাংলাদেশ বিষয়ে MCQ Questions
3101. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
সপ্তম
3102. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
হুলিয়া
তোমাকে অভিবাদন প্রিয়া
সোনালি কাবিন
স্মৃতিস্তম্ভ
3103. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
১৯৬৬ সালে
১৯৬৭ সালে
১৯৬৮ সালে
১৯৬৯ সালে
3104. UDMC-এর পূর্ণরূপ হলো:
United Disaster Management Centre
Union Disaster Management Committee
Union Disaster Management Centre
none of the above
3105. "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।" কে এই উক্তি করেন?
এইচ. ডি. স্টেইন
জন স্মিথ
মিশেল ক্যামডেসাস
এম. ডব্লিউ. পামফ্রে
3106. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ছেঁড়াতার
চাকা
বাকি ইতিহাস
কী চাহ শঙ্খচিল
3107. বাংলাদেশ জাতিসংঘের
১৪৬তম সদস্য
১৩৬তম সদস্য
১২৬তম সদস্য
১১৬তম সদস্য
3108. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
৭ জানুয়ারি, ১৯৭৩
৭ মার্চ, ১৯৭৩
৭ এপ্রিল, ১৯৭৩
3109. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ময়নামতি
পুণ্ড্রবর্ধন
পাহাড়পুর
সোনারগাঁ
3110. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
১৩ হাজার ১২৫টি
১৩ হাজার ১৩০টি
১৩ হাজার ১৩৬টি
১৩ হাজার ১৪৬টি
3111. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-
সুশাসন
রাষ্ট্র
নৈতিকতা
সমাজ
3112. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
স্যার এ. এফ. রহমান
রমেশচন্দ্র মজুমদার
সৈয়দ সাজ্জাদ হোসায়েন
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
3113. 'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল'। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
জাতিসংঘ
বিশ্বব্যাংক
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
এশিয়া উন্নয়ন ব্যাংক
3114. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
অনুচ্ছেদ ১৩
অনুচ্ছেদ ১৮
অনুচ্ছেদ ২০
অনুচ্ছেদ ২৫
3115. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
১৯৯১ সালে
১৯৭৩ সালে
১৯৮৬ সালে
১৯৯৬ সালে
3116. সংবিধানের কোন সংশোধনকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
৫ম সংশোধন
৪র্থ সংশোধন
৩য় সংশোধন
২য় সংশোধন
3117. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
অর্থনৈতিক
মানবাধিকার
ধর্মীয়
খেলাধুলা
3118. 'Let there be Light'-বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
আমজাদ হোসেন
জহির রায়হান
খান আতাউর রহমান
শেখ নিয়ামত আলী
3119. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
১৭ এপ্রিল ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭২
২৬ মার্চ ১৯৭৩
3120. সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
১৩৭ নং অনুচ্ছেদে
১৩৫ নং অনুচ্ছেদে
১৩৮ নং অনুচ্ছেদে
১৩৪ নং অনুচ্ছেদে