বিজ্ঞান MCQ
221. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডল
ট্রপোমণ্ডল
মেসোমণ্ডল
তাপমণ্ডল
222. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
দূরত্ব
সময়
ভর
ওজন
223. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পুকুরের পানিতে
লেকের পানিতে
নদীর পানিতে
সাগরের পানিতে
224. 'RELATION'- এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
ИОГТАЈЗЯ
RELATION
ИОГТАЈЗЯИ
ЙОГТАЈНЯ
225. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন
৩০ দিন
১৮০ দিন
উপরের কোনোটিই নয়
226. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
আয়রন
কার্বন
টাংস্টেন
লেড
227. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
১০০ জুল
৬০ জুল
৬০০০ জুল
৩৬০০০০ জুল
228. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে—
ঠেলে নিয়ে যাওয়া হয়
টেনে নিয়ে যাওয়া হয়
তুলে নিয়ে যাওয়া হয়
সমান সহজ হয়
229. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD > BOD
COD < BOD
COD = BOD
উপরের কোনোটিই নয়
230. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
১৯৯০
১৯৯৫
১৯৯৭
২০০০
231. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
ভেইন
আর্টারি
ক্যাপিলারি
নার্ভ
232. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
233. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
কার্বন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও নাইট্রোজেন
234. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
ভেগা
প্রক্সিমা সেন্টাউরি
আলফা সেন্টাউরি A
আলফা সেন্টাউরি B
235. 'অটিজম' কোন ধরনের সমস্যা?
মস্তিষ্কের বৃদ্ধিজনিত সমস্যা
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা
শ্রবণশক্তির ঘাটতিজনিত সমস্যা
মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা
236. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক্লোরোপিত্রিন
মিথেন
নাইট্রোজেন
ইথেন
237. বাংলাদেশের আবহাওয়া হলো-
ট্রপিক্যাল
ওয়ার্ম-হিউমিড
শুষ্ক
শীতল
238. বহুরূপী মৌল কোনটি?
সোডিয়াম
ক্যালসিয়াম
অ্যালুমিনিয়াম
কার্বন
239. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে
উপরের কোনোটিই নয়
240. 'UNICEF'-এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
UNICEF
UNICEF
UNICEF
UNICEF