Image
মুক্তিযুদ্ধ Questions
1. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়-
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
2. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
যুদ্ধাপরাধীদের বিচার
সমুদ্রসীমা বিজয়
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
3. বাংলাদেশে গঠিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
4. একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে?
নীলিমা ইব্রাহিম
জাহানারা ইমাম
শাহরিয়ার খান
হরুন-অর-রশীদ
5. বাংলাদেশে 'ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর' কবে চালু হয়?
১ জুলাই, ২০০০
১ জুলাই, ২০০১
১০ জুলাই, ২০০১
১০ জুলাই, ২০০২
6. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
৬ নম্বর
৭ নম্বর
৮ নম্বর
৯ নম্বর
7. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
রুনা লাইলা
বাপ্পী লাহিড়ী
মার্ক এন্থনি
জর্জ হ্যারিসন
8. ১৯৭১ সালের যুদ্ধপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
১৯৯৬ সালে
১৯৯০ সালে
১৯৯২ সালে
১৯৯৯ সালে
9. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
১ নম্বর
৫ নম্বর
৮ নম্বর
১০ নম্বর
10. ঘাতক-দালালদের বিচারের জন্য গঠিত গণআদালতের সঙ্গে কার নাম সম্পৃক্ত?
ফেরদৌসী প্রিয়ভাষিণী
মালেকা বেগম
জাহানারা ইমাম
বেগম সুফিয়া কামাল
11. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ভয়েস অব লিবার্টি
ওরা ১১ জন
দ্য স্পিচ
স্টপ জেনোসাইড
12. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
‘কাদো নদী কাদো’
‘নেকড়ে অরণ্য’
‘রাঙা প্রভাত’
‘প্রদোষে প্রাকৃতজন’
13. 'বাংলার মুক্তিসনদ' নামে পরিচিত কোনটি?
৬ দফা
৭ মার্চের ভাষণ
লাহোর প্রস্তাব
কোনটিই নয়
14. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
মোহাম্মদ সোলায়মান
আব্দুল খালেক
মাহবুব উদ্দিন আহমেদ
শৈলেন্দ্র কিশোর চৌধুরী
15. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় করে প্রদান করে?
২১ জানুয়ারি, ২০১৩
২৩ জানুয়ারি, ২০১৩
২৫ জানুয়ারি, ২০১৩
২৭ জানুয়ারি, ২০১৩
16. কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
লন্ডন
নিউইয়ার্ক
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
17. যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
18. কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয়েছিল?
২৫ মার্চ, ২০১০
১৫ নভেম্বর, ২০১০
৭ নভেম্বর, ২০১০
১ সেপ্টেম্বর, ২০১০
19. 'শহিদ জননী' নামে কে বেশি পরিচিত?
রাজিয়া মাহবুব
বেগম সুফিয়া কামাল
জাহানারা ইমাম
বেগম নুসরাত জাহান
20. কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়?
১৯৯২ সালে
২০০০ সালে
২০০১ সালে
২০০২ সালে