Image
মুক্তিযুদ্ধ MCQ
1. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
যুদ্ধাপরাধীদের বিচার
সমুদ্রসীমা বিজয়
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
2. বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কী?
যশোর
কুমিল্লা
ঢাকা
ময়মনসিংহ
3. বাংলাদেশে গঠিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
4. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
যুক্তরাজ্য
পূর্ব জার্মানী
স্পেন
ইতালি
5. কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
লন্ডন
নিউইয়ার্ক
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
6. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
রুনা লাইলা
বাপ্পী লাহিড়ী
মার্ক এন্থনি
জর্জ হ্যারিসন
8. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৭৩ সালে
১৯৭৫ সালে
9. কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয়েছিল?
২৫ মার্চ, ২০১০
১৫ নভেম্বর, ২০১০
৭ নভেম্বর, ২০১০
১ সেপ্টেম্বর, ২০১০
10. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
‘কাদো নদী কাদো’
‘নেকড়ে অরণ্য’
‘রাঙা প্রভাত’
‘প্রদোষে প্রাকৃতজন’
11. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
৬ নম্বর
৭ নম্বর
৮ নম্বর
৯ নম্বর
12. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় করে প্রদান করে?
২১ জানুয়ারি, ২০১৩
২৩ জানুয়ারি, ২০১৩
২৫ জানুয়ারি, ২০১৩
২৭ জানুয়ারি, ২০১৩
13. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ভয়েস অব লিবার্টি
ওরা ১১ জন
দ্য স্পিচ
স্টপ জেনোসাইড
14. 'বাংলার মুক্তিসনদ' নামে পরিচিত কোনটি?
৬ দফা
৭ মার্চের ভাষণ
লাহোর প্রস্তাব
কোনটিই নয়
15. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়-
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
16. 'শহিদ জননী' নামে কে বেশি পরিচিত?
রাজিয়া মাহবুব
বেগম সুফিয়া কামাল
জাহানারা ইমাম
বেগম নুসরাত জাহান
17. যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
18. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্ত নৌ-বহর পাঠিয়েছিল?
ফ্রান্স
চীন
সোভিয়েত ইউনিয়ন
মার্কিন যুক্তরাষ্ট্র
19. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
১ নম্বর
৫ নম্বর
৮ নম্বর
১০ নম্বর
20. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
মোহাম্মদ সোলায়মান
আব্দুল খালেক
মাহবুব উদ্দিন আহমেদ
শৈলেন্দ্র কিশোর চৌধুরী