Image
সমাস MCQ
1. 'গায়ে হলুদ' কোন সমাস?
অলুক দ্বন্দ্ব
অলুক তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
2. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ওলকপি
ওলকপি
আটঘাট
ঊনপাঁজুরে
3. 'আমরা' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
তুমি ও আমি
সে, তুমি ও আমি
সে ও আমি
আমি, তুমি ও সে
4. 'উপশহর' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
তৎপুরুষ
বহুব্রীহি
5. 'ন্যায়সঙ্গত' কোন ধরনের সমাস-সাধিত পদ?
তুৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
6. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দম্পতি
মনগড়া
ছেলে ভোলানো
অনাদি
7. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
দ্বন্দ্ব
বহুব্রীহি
নিত্য
উপপদ তৎপুরুষ
8. 'অপয়া' শব্দটি কোন সমাস?
কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
9. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
বিলাতফেরত
অহি-নকুল
শশব্যস্ত
পদ্মনত
10. নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
নিবাস
বড়াই
মনমাঝি
ছাত্রকে
11. 'অসুখ' কোন সমাস (নাই সুখ যার)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
12. চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
13. অহি-নকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?
প্রত্যয়
সমাস
সন্ধি
উপসর্গ
14. 'মীনের মতো অক্ষি যার'
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অলুক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুরীহি
15. . 'মেঘের মত নাদ যার-মেঘনাদ' কোন সমাস?
সমনাধিকরণ বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
16. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
17. জনৈক এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
এক যে জন
জন যে এক
এক এবং জন
এক জন পর্যন্ত
18. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো না, তাকে কোন বহুব্রীহি বলে?
ব্যতিহার
অলুক বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
19. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
নেই ধর্ম যার
20. 'সোনামুখী' কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী