Image
Bangla MCQ
1. কাজী নজরুর ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
সওগাত
ধূমকেতু
পরিচয়
কালি-কলম
2. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
3. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলে?
কারক
বিভক্তি
সন্ধি
সমাস
4. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
তেওরীয়
5. 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা কে?
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ুন আহমেদ
শওকত ওসমান
6. বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?
বিষমীভবন
সমীভবন
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যঞ্জন-বিকৃতি
7. 'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
কবিতা
উপন্যাস
প্রবন্ধ
গল্প সংকলন
8. ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে?
ইমামুয়েল কান্ট
হার্বাট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
অ্যারিস্টটল
9. বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী?
বেগম রোকেরা
কাদম্বরী দেবী
স্বর্ণকুমারী দেবী
নূরন্নাহার ফয়জুন্নেসা
10. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
11. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
১৯ ফেব্রুয়ারি ১৯২৬
১৯ জানুয়ারি ১৯২৬
১৯ মার্চ ১৯২৬
২৬ মার্চ ১৯২৭
12. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
ফরাসি
আরবি
ফারসি
13. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
14. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
15. 'নিসর্গ' শব্দটির অর্থ কী?
প্রকৃতি
বেহেস্ত
যা সর্গ নয়
অধ্যায়
16. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬১
১৮৬৫
১৮৬৭
17. 'ডাকাবুকো' শব্দটির অর্থ কী?
ভীরু
স্বাস্থ্যবান
সাহসী
রুগ্ন
18. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
বিসর্জন
ডাকঘর
অচলায়তন
19. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?
ফুলমণি ও করুণার বিবরণ
কলিকাতা কমলালয়
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
20. 'বাংলা গদ্যের জনক' কাকে বলা হয়?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর