Image
Bangla MCQ
861. পল্লীকবি জসীমউদ্‌দীনের জন্মস্থান- সামাজিক উপন্যাস।
গোপালগঞ্জ
পিরোজপুর
ফরিদপুর
বিক্রমপুর
862. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
কাঁচামিঠা
চন্দ্রমুখ
মনমাঝি
863. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
সস্ত্রীক
গৃহান্তর
পায়ে হলুদ
864. ভারতচন্দ্র রায়গুণকর কোন কাব্য রচনা করেছেন?
অভয়া মঙ্গল
অন্নদা মঙ্গল
শিব মঙ্গল'
চণ্ডী মঙ্গল
865. শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?
১৯২২ সালে
১২২৫ সালে
১৯১৭ সালে
১৯২৩ সালে
866. 'কাশবনের কন্যা' উপন্যাসের লেখকের নাম কী?
সৈয়দ ওয়ালীউল্লাহ
আবু জাফর শামসুদ্দিন
শামসুদ্দীন আবুল কালাম
জসীমউদ্‌দীন
868. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
আরেক ফাল্গুন
ব‍্যাথার দান
রিক্তের বেদনা
মৃত্যুক্ষুধা
869. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
মহাদেব সাহা
আল মাহমুদ
871. 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম কী?
মোহাম্মদ আকরাম
আহমেদ ছফা
সিকান্দার আবু জাফর
রায়াত খান
872. 'বই পড়া' প্রবন্ধটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মোতাহের হোসেন চৌধুরী
প্রমথ চৌধুরী
হায়াত মাহমুদ
874. 'কাদম্বিনী' শব্দের অর্থ কি?
নদী
হীত কামনা
মেঘমালা
বলহীনা
875. কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
আব্দুল্লাহ
লালসালু
876. কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বক্তৃতা করেন?
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
১৯২৮ সালের ১০ এপ্রিল
১৯৩০ সালের ১০ মে
১৯৩২ সালের ১০ আগস্ট
877. 'লালসালু' সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা?
উপন্যাস
নাটক
ছোটগল্প
কাব্য
878. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরণের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরিত্যমূলক বাক্য
879. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
880. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা-
নবীন চন্দ্র
মীর মশাররফ হোসেন
মাইকেল মধুসূদন দত্ত
কায়কোবাদ