Bangla MCQ
881. 'অচলা' কোন উপন্যাসের চরিত্র?
দত্তা
দেনা পাওনা
চরিত্রহীন
গৃহদাহ
882. 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
মানিক বন্দ্রোপাধ্যায়
আবু জাফর শামসুদ্দিন
শওকত ওসমান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
883. কোনটি বিদেশী শব্দ নয়?
আদালত
চিনি
পাউরুটি
সূর্য
884. কাজী নজরুল ইমলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম-
বিশের বাঁশী
প্রলয় শিখা
ব্যাথার দান
বাঁধন হারা
885. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ভাষাতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
886. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের রচয়িতা কে?
দীনবন্ধু মিত্র
প্যারীচাঁদ মিত্র
তারিনী চরন মিত্র
কালিদাস মিত্র
887. 'জাগ্রত বাংলাদেশ' কার রচনা?
আহমদ ছফা
আহমদ শরীফ
আশরাফ সিদ্দিকী
আবুল হোসেন
888. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
প্রত্যয়
ধাতু
অনুসর্গ
বিভক্তি
889. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
রক্ত পদ্ম
মাকড়সা
ফেরি আসছে
কবর
890. স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
স্ব+ আগত
সা + আগত
সৃ+ আগত
891. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
892. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
893. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" গানটির রচয়িতা-
আবদুল লতিফ
আলতাফ মাহমুদ
আব্দুল গাফফার চৌধুরী
শামসুর রাহমান
894. বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?
দুই প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
895. কোনটি বিরাম চিহ্ন নয়?
-
,
:
;
896. আদর্শ বাক্যের গুণ কয়টি?
চারটি
পাঁচটি
তিনটি
ছয়টি
897. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
ফরাসি
898. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে-
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
899. কোন উপ্যাখ্যানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকায়?
বেহুলা
প্রমীলা
ফুল্লরা
মহুয়া
900. 'পহেলা' কোন ধরণের শব্দ?
সংখ্যা বাচক
গণনা বাচক
পূরণ বাচক
তারিখ বাচক