Bangla MCQ
901. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান
902. কোন বানানটি শুদ্ধ?
পিপীলিকা
পিপিলিকা
পিপিলীকা
পিপীলীকা
903. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
904. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
905. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
906. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
907. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
908. বাংলা উপন্যাস সাহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
ক. মানিক বন্দোপাধ্যায়
আবু ইসহাক
হুমায়ুন আহমেদ
সৈয়দ ওয়ালীউল্লাহ
909. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সমীর
শিশির
তিমির
মিহির
910. চন্দ্রাবতী কে?
পদ্মাবতী' কাব্যের চরিত্র
বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার
'কঙ্কাবতী' নাটকের চরিত্র
বাংলা সাহিত্যের প্রথম নারীকবি
911. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ভাগ্যচক্র
মতিচুর
চতুরঙ্গ
নদীবক্ষে
912. 'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-
দলপতি
একগুঁয়ে
কপট ব্যক্তি
সৎ মানুষ
914. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা
915. সৈয়দ শামসুল হক রচিত নাটক-
পরাণের গহীন ভিতর
নিষিদ্ধ লোবান
নূরলদীনের সারাজীবন
প্রণীত জীবন
916. ১৩। কোন লেখক 'জননী সাহসিকা' বলে পরিচিত?
সেলিনা হোসেন
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
রোকেয়া সাখাওয়াত হোসেন
917. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের
918. কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছিলেন?
১৯২১
১৯২০
১৯২২
১৯১৯
919. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
আনোয়ার পারভেজ
আলতাফ মাহমুদ
সমর দাস
920. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার