MCQ
281. Void ratio (e) এবং porosity (n)-এর সম্পর্ক কীরূপ?
n=1+e/1-e
e=1+nn/1-n
n=e/1-e
e=n/1-n
282. Angle of internal friction = 30° হলে coefficient of active earth pressure = ?
3
1/3
1
1/2
283. beam-এর Free end এর rotation (slope) কত?
Pl^2/EI
Pl^2/2EI
Pl^2/3EI
Pl^2/4EI
284. Retaining wall design-4 Bearing capacity-র জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিত?
2
2.5
3
4
285. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
14
7
28
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
286. Pitot tube দ্বারা কী পরিমাপ করা হয়?
চাপ
গতিবেগ
প্রবাহ
তাপমাত্রা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।
287. উপরোক্ত beam-এর সর্বোচ্চ bending moment কত?
wL^2/2
wL^2/4
wL^2/8
wL^2/16
288. একটি cantilever beam-এ যদি shear force parabolic loading থাকে তাহলে তার diagram হবে-
linear
cubic
quadratic
uniform
289. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
290. V = (√s) Formulaটি কোনটি?
Chezy
Reynold's
Manning
Darcy
291. Effective size কোনটি?
D10
D30
D60
D90
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির কার্যকরী আকার (Effective size) এমন একটি আকার, যে আকারের চেয়ে ঐ মাটিতে 10% মাটিকণা সূক্ষ্ম এবং 90% মাটিকণা স্কুল। এ আকারকে দ্বারা প্রকাশ করা হয়।
292. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
293. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
294. একটি Drainage basin-এর দূরতম বিন্দু থেকে Drain outlet-এ পানি প্রবাহের জন্য যে সময় লাগে, তাকে কী বলে?
Time of dilution
Time of concentration
Critical time
কোনোটিই নয়
295. Sewer pipe-এ কোন গ্যাসের কারণে বিস্ফোরণ হতে পারে?
CO₂
CH
NH
CO
296. Coefficient of curvature =
D60^2 / D20Xd10
D10^2/ D60Xd30
D30/d60XD10
D30^2/D60×D10
297. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়
298. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
299. 3% sulphur-যুক্ত কয়লা 1kg/sec হারে পোড়ানো হচ্ছে। বার্ষিক sulphur নিঃসরণ কত?
1.8 × 10^6 kg/year
1.8×10 kg/year
1.8 kg/year
180 kg/year
300. Young's modulus 200 GN/m², Modulus of Rigidity 80 GN/m² পয়সন অনুপাত কত?
0.25
0.15
0.2
0.3