MCQ
221. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত?
32 মিটার
48 মিটার
36 মিটার
64 মিটার
222. x²-(a+b) x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি?
{-a, -b}
{a, -b}
{a,b}
{-a, b}
223. 6+12+18+24+ …….. + ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
320
325
340
330
224. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
৮
১০
১১
১৭
225. 1/x+1y = 3 এবং 1/x*2+ 1 /y*2= 9 হলে= 1/x- 1/y = কত?
1
1/3
3
9
226. ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
৮৮০ টাকা
৯৪০ টাকা
৯৬০ টাকা
৯৮০ টাকা
227. কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে?
35
36
37
38
228. একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক- তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল ৬ বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
6 একক
৪ একক
10 একক
12 একক
229. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
6:4:3
6:5:4
12:8:4
13:12:5
230. 5+11+17+ ...... + 65 ধারাটির পদ সংখ্যা কয়টি?
7
9
10
11
231. Ine এর মান কত?
1
2.27
2
232. 4*x+1 = 2*x-2 হলে x = কত?
4
-4
2
8
233. A = {a, b, c} এর P(A) তে কতটি উপাদান থাকবে?
৫টি
৬টি
৯টি
৮টি
234. ৬*১/৬ মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
২ বছরে
২*১/২ বছরে
৩ বছরে
৪ বছরে
235. x²-4x + 1 = 0 হলে, x (x²-3x+1) এর মান কত?
1
2
4
236. যদি x/y=2/3 হয়, তবে 6x + y 3x+2y এর মান কত?
5/4
4/5
14/15
20/13
237. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
১২
১৪
১৫
৯
238. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
শামীম শিকদার
হামিদুর রহমান
মৃণাল হক
কামরুল হাসান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
239. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
a = bc
ab = bc
b²= ac
a=b=c
240. ২/৫ এর ৫/৯ এর গ.সা.গু কত?
১/৪৫
২/৪৫
৭/৪৫
৪৫