MCQ
761. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে?
ষষ্ঠ তফশিলে
পঞ্চম তফশিলে
দ্বিতীয় তফশিলে
সপ্তম তফশিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে ২৬ মার্চ তথা স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফশিলে লিপিবদ্ধ আছে। ঘোষণাটি ওয়্যারল্যাসের মাধ্যমে প্রদান করা হয়। উল্লেখ্য, সংবিধানে মোট ৭টি তফশিল রয়েছে।
762. Identify the correct phrase/idiom.--
They left all and sundries.
The price of commodities is rising leaps and bounds.
They could not make at the loss.
They are all but successful.
763. Pick up means-
display
collect
tolerate
suspend
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pick up অর্থ কুড়াইয়া লওয়া। display প্রদর্শন, collect সংগ্রহ করা, suspend বহিষ্কার করা, tolerate সহ্য করা।
764. The river has changed its word for the gap is-
coarse
bank
course
shore
ব্যাখ্যা: ব্যাখ্যা: Course অর্থ গতিপথ, course- মোটা, অমসৃণ, shore- কূল, bank- তীর। নদী তার গতিপথ পরিবর্তন করে।
765. বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়?
১৯৭৫
১৯৭৪
১৯৭৬
১৯৭৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। এ পর্যন্ত ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ আদমশুমারি ২০২২ সালে।
766. SDG-এর Goal এবং Target এর সংখ্যা কত?
১৫ ও ২০
১৭ ও ১৬৯
২২ ও ২৮
৮ ও ২৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sustainable Development Goals (SDG) বৈশ্বিক উন্নয়নের জন্য জাতিসংঘের একটি রূপরেখা। এতে ১৭টি লক্ষ্য এবং ১৬৯ টার্গেট রয়েছে।
767. 'The Patriot' by Robert Browining is a/an-
drama
poem
short story
novel
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'The patriot' কবিতাটি এর রচনা। তিনি Victorian যুগের একজন কবি Robert Browining তাঁর কবিতাগুলো হলো- The Last Duchess, Men and Women, The Ring of the Book.
768. Identify the incorrect phrase/idiom-
A bone of centention
But for
Put up with
In black and Blue
ব্যাখ্যা: ব্যাখ্যা: A bone of contention একটি Phrase, যার অর্থ একটি ঝগড়ার কারণ।
769. Who of the following is a novelist?
William Shakespeare
Rudyard Kipling
Alfred T
John Keats
ব্যাখ্যা: ব্যাখ্যা: Rudyard Kipling একজন British Journalist, তিনি ভারতীয় বংশদ্ভূত। তাঁর বিখ্যাত কবিতা Kim, The White
770. বরেন্দ্র এলাকা বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায়?
কুমিল্লা
পাবনা
রাজশাহী
খুলনা
771. A doctor who treats patients with heart diseases is known as a/an-
nephrologist
neurologist
cardiologist
pathologist
ব্যাখ্যা: ব্যাখ্যা: A doctor who treats patients with heart diseases called cardiologist.
772. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত "ছয় দফা" কোথায় ঘোষণা করা হয়েছিল?
ঢাকা
চট্টগ্রাম
লাহোর
কলকতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। ছয় দফা দাবি বাঙালির মুক্তির সনদ।
773. The antonym of the word 'paltry' is-
trifling
significant
trivial
scanty
ব্যাখ্যা: ব্যাখ্যা: Paltry অর্থ তুচ্ছ। তুচ্ছ, scanty- অল্প, Trifling- তুচ্ছ, trivial- significant- গুরুত্বপূর্ণ।
774. To complete the sentence, It has no-- universal appeal, we need
a
an
the
no article
775. The Plural form of the word 'Thesis' is-
Thises
Thisis
Thesis
Theses
776. Fill in the blank: We have free to our teacher.
excess
xis
access
axes
777. The word 'Justice" in the sentence 8) ক "They want justice" is a/an-
noun
adverb
adjective
pronoun
778. The passive form of the sentence'who' can do it?
By whom it can be done?
By whom can it be done?
Who can it be done?
Whom can be done by it?
779. টাংগুয়ার হাওরকে বিশ্ব ঐতিহ্যের অংশ কেন বলা হয়?
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য
মৎস্য সম্পদের জন্য
বিভিন্ন জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য
রামসার সাটি হিসেবে ঘোষণার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: টাংগুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এর আয়তন ১০০ বর্গকিমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। বিভিন্ন জলজ উদ্ভিদ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।
780. The plane will take at 7p.m, The right word for the gap is-
for
off
of
to
ব্যাখ্যা: ব্যাখ্যা: take off অর্থ উড্ডয়নের জন্য ভূমি ত্যাগ।