Image
MCQ
361. 'এতিমখানা' কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
362. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
পদ্মগোখরা
পদ্মরাগ
পদ্মপুরাণ
পদ্মাবতী
363. কোনটি তৎপুরুষ সমাস?
মধুমাখা
ভালোমন্দ
যথাসাধ্য
সত্যনিষ্ঠ
364. 'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হাঁসের ডিম
হংসীর ডিম
হাঁস ও ডিম
হংস হতে যে ডিম
365. তৎপুরুষ সমাসের উদাহরণ নয়-
ঊর্ণনাভ
পকেটমার
রাজপথ
বিলাতফেরত
366. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
সোনার তরী
দ্রুতগামী
ভারপ্রাপ্ত
প্রাণপ্রিয়
367. 'অনেক' শব্দটি-
অলুক তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
নূঞ তৎপুরুষ
নিত্য সমাস
368. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ-
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
369. 'পদ্মগোখরা' গল্পটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
মানিক বন্দ্যোপাধ্যায়
কাজী নজরুল ইসলাম
প্রেমেন্দ্র মিত্র
370. 'অর্ধমৃত' সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি?
মৃত প্রায় যে
অর্ধ সময় ব্যাপিয়া মৃত
অর্ধ রূপে মৃত
অর্ধ মৃত যে
371. 'চৌরাস্তা'- কোন সমাস?
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বিগু
372. 'দেবদত্ত' কোন সমাস?
চতুর্থ তৎপুরুষ
প্রাদী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
তৃতীয় তৎপুরুষ
373. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
গ্রামছাড়া
গাছপাকা
ধানক্ষেত
গরুরগাড়ি
374. 'দুঃখকে প্রাপ্ত' এটি কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
375. 'নাতিশীতোষ্ণ' কোন সমাসের উদাহরণ?
দ্বিতীয়া তৎপুরুষ
নঞ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ
376. নিচের কোনটি 'নঞ' তৎপুরুষ সমাসের উদাহরণ?
নৃতত্ত্ব
আলুনি
নাকে খত
দায়ে ঠেকা
377. 'রথদেখা' কোন সমাস?
কনিত্য
দ্বন্দ্ব
তৎপুরুষ
সহার্থক বহুব্রীহি
378. 'চায়ের বাগান' কোন সমাস?
কর্মধারয় সমাস
সংখ্যাবাচক সমাস
ষষ্ঠী তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
379. 'রাজমিস্ত্রী' শব্দের ব্যাসবাক্য-
রাজার মিস্ত্রী
রাজ যে মিস্ত্রী
মিস্ত্রীর রাজা
মিস্ত্রী যার রাজা
380. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
নিত্য
প্রাদি
উপপদ
অলুক