MCQ
381. 'ত্রিভুজ' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
তৎপুরুষ
দ্বিগু
382. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়?
চৌরাস্তা
তেপায়া
পঞ্চবট
দশগজি
ব্যাখ্যা: Note. খ,ঘ
383. 'সাহিত্য বিশারদ' কোন সমাসের উদাহরণ?
দ্বিতীয় তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
সপ্তমী তৎপুরুষ
384. 'ঘোড়ার ডিম' কোন সমাসের উদাহরণ?
অলুক তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
385. 'মধুপ' যে সমাসের উদাহরণ-
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
386. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
কর্মধারয়
387. 'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
বিস্ময় দ্বারা আপন্ন
বিস্ময়ে আপন্ন
বিস্ময়কে আপন্ন
বিস্ময়ে যে আপন্ন
388. 'ঘোড়াড্ডিম' কোন জাতীয় শব্দ?
সমাসবদ্ধ
সন্ধি বিচ্ছেদজাত
পদপ্রকরণ
তৎসম শব্দ
389. সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কি সমাস বলে?
দ্বিগু
অব্যয়ীভাব
বহুব্রীহি
তৎপুরুষ
390. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
391. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্তপদ?
সাতসমুদ্র
প্রতিদিন
নীলকণ্ঠ
মুখেভাত
392. 'কলুর বলদ' কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
উপমিত কর্মধারয়
393. কোনটি দ্বিগু সমাস?
সপ্তাহ
পরিভ্রমণ
আমরণ
মনগড়া
394. 'বেতনভোগী' কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ
নঞ তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
395. 'শতাব্দী' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
দ্বিগু
396. কোনটি দ্বিগু সমাস?
পুরুষসিংহ
চৌরাস্তা
হাটবাজার
কোনোটিই নয়
397. 'তেপান্তর' (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?
তৎপুরুষ
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
398. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
প্রবাসী
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
লাঙ্গল
ভারতবর্ষ
399. 'পঞ্চনদ' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বিগু
ব্যতিহার বহুব্রীহি
400. 'সপ্তর্ষি' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
দ্বন্দ্ব সমাস