MCQ
421. 'খেচর' কোন সমাস?
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বন্দ্ব
422. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
423. 'তেলেভাজা' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
424. কোনটি তৎপুরুষ সমাস?
কালি-কলম
মধুমাখা
দশানন
মাতাপিতা
425. 'চিরসুখী' শব্দটির ব্যাসবাক্য কী?
চিরদিন সুখে থাকেন যিনি
চিরকাল ব্যাপিয়া সুখী
চিরসুখী যে
চিরকাল সুখী
426. 'বাগদত্তা' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
427. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
৩য়া তৎপুরুষ
৪র্থী তৎপুরুষ
৫মী তৎপুরুষ
৭মী তৎপুরুষ
428. 'বইপড়া' (বইকে পড়া) কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
429. 'মেঘশূন্য' (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
430. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
431. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
কলে ছাঁটা
মাথায় ছাতা
গায়ে হলুদ
হাতে কলমে
432. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
গমনাগমন (গমন ও আগমন)
নদীমাতৃক (নদী মাতা যার)
বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
433. 'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
434. 'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বিগু
435. 'অনাদর' কোন সমাস?
কর্মধারয়
নঞ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বিগু
436. 'বিশ্বকবি' সমাস কি হবে?
বিশ্বরূপ কবি
যিনি বিশ্বের কবি
বিশ্ব ও কবি
বিশ্বের কবি
437. 'নয় কাঁড়া - আকাঁড়া' কোন সমাস?
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বন্দ্ব
নঞ তৎপুরুষ
438. কোন শব্দটি তৎপুরুষ সমাস?
কালিকলম
মাতাপিতা
মধুমাখা
দশানন
439. 'অনুচিত' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
440. 'মধ্যাহ্ন' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব