MCQ
301. 'অপয়া' শব্দটি কোন সমাস?
কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
302. . 'মেঘের মত নাদ যার-মেঘনাদ' কোন সমাস?
সমনাধিকরণ বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
303. 'মীনের মতো অক্ষি যার'
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অলুক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুরীহি
304. He went to bed after -
he will learn his lessons.
he would learn his lessons
he learns his lessons.
he had learnt his lessons.
ব্যাখ্যা: Past Perfect tense-এ দুটি কাজের উল্লেখ থাকে এবং before অথবা after ব্যবহৃত হয়। Before-এর আগে Past Perfect অর্থাৎ sub + had + v₃ এবং পরে Past Indefinite অর্থাৎ Sub + v₂ ব্যবহৃত হয়। আর after থাকলে নিয়মটি সম্পূর্ণ উল্টে যাবে অর্থাৎ প্রথমে Past Indefinite এবং পরে Past Perfect tense হবে।
305. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যার)?
অব্যয়ীভাব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
306. 'গায়ে হলুদ' কোন সমাস?
অলুক দ্বন্দ্ব
অলুক তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
307. Who worte the poem 'The Good-Morrow'?
George Herbert
Andrew Marvell
John Donne
Henry Vaug
ব্যাখ্যা: Hints: "The Good-Morrow' কবিতাটির কবি হলেন poet of love নামে প্রসিদ্ধ। Donne। তার আরও কিছু কবিতার নাম হলো The Sunne Rising, The Canonization The Ecstasy, The Dream ইত্যাদি।
308. 'অসুখ' কোন সমাস (নাই সুখ যার)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
309. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
কোলে কোলে যে মিলন = কোলাকুলি
অক্ষির অগোচরে = পরোক্ষ
হাতে চালানো পাখা = হাতপাখা
ঘঋণ থেকে মুক্ত = ঋণমুক্ত
310. London town is found a living being in the works of-
Thomas Hardy
Charles Dickens
W. Congreve
D. H. Lawrence
ব্যাখ্যা: Hints: Charles Dickens তার প্রায় সব উপন্যাসেই London-কে ঘিরে কাহিনি রচনা করেছেন। যেমন: A Tale of Two Cities-এ তিনি London ও Paris নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। এছাড়া তার 'The Pickwick Papers, 'Oliver Twist', 'David Copperfield', Great Expectations' প্রভৃতি novel-এ তিনি কোনো না কোনো ভাবে London-এর একটি setting তৈরি করেছেন।
311. Choose the opposite words of CANDID
Apparent
Frank
Bright
Explicit
ব্যাখ্যা:
Hints: Candid এবং Frank-এর অর্থ অকপট; মনখোলা; সরল। সুতরাং Candid এবং Frank পরস্পর সমার্থক শব্দ।
312. 'Gerontion' is a poem by-
T.S. Eliot
W.B.Yeats
Matthew Arnold
Robert Browning
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে T.S. Eliot-এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে 'The Waste Land', 'The Love Song of J. Alfred Prufrock', 'The Gerontion' অন্যতম।
313. The word 'boring chore' means -
wasteful effort
absorbing thought
tiresome job
uninteresting work.
ব্যাখ্যা:
chore (চোর)= নিয়মিত করা হয় এমন কাজ; boring chore = tiresome job, একঘেয়ে/বিরক্তিকর/ক্লান্তিকর কাজ।
314. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
নেই ধর্ম যার
315. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ওলকপি
ওলকপি
আটঘাট
ঊনপাঁজুরে
316. 'সোনামুখী' কোন সমাস?
উপমান
উপমিত
রূপক
মধ্যপদলোপী
317. বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল?
২৫
২৭
২৬
২৮
318. Choose the pair of words that expresses a relationship similar to that of Damage'- 'Harm:
Sweet: Sour
Hook: Crook
Stout: Weak
Injure: Incapacitate
ব্যাখ্যা: Hints: Harm (ক্ষতি করা): Damage (ক্ষতি করা, ধ্বংস করা)। অর্থাৎ কাউকে ধ্বংস করার জন্য ক্ষতি করা হয়। Option গুলোর মধ্যে Sweet (মিষ্টি/মধুর): Sour (টক), এরা বিপরীতার্থক; Injure (আঘাত করা, ক্ষত করা): Incapacitate (অক্ষম করা, আঘাতের দ্বারা দুর্বল করা), অর্থাৎ কাউকে অক্ষম করার জন্য আঘাত করা হয়; Stout (অটল, শক্তিশালী): Weak (দুর্বল), এরা Antonymous এবং Hook (বাঁকানো, বক্র হওয়া): Crook (বক্র করা বা হওয়া) এরা synonymous হলেও সম্পর্কগত দিক থেকে এক নয়।
319. বাংলাদেশের সাংবিধানিক নাম হলো-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ প্রজাতন্ত্র
বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র
320. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো না, তাকে কোন বহুব্রীহি বলে?
ব্যতিহার
অলুক বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি