MCQ
321. কাজী নজরুল ইসলামের 'রিক্তের বেদন' কোন ধরনের রচনা?
গল্পগ্রন্থ
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
322. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
চিরসুখ
সুগন্ধি
খেয়াঘাট
আজীবন
323. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য, তাকে কোন সমাস বলে?
অলুক বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
324. পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
325. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
বীণাপাণি
চৌরাস্তা
বনস্পতি
সিংহাসন
326. 'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
সপ্তমী তৎপুরুষ
327. 'লাঠালাঠি' কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
328. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
আরেক ফাল্গুন
ব্যথার দান
রিক্তের বেদন
মৃত্যুক্ষুধা
329. . 'বীণাপাণি' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
330. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
একাদশ (একা অধিক দশ)
হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
মানানের অভাব (বেমানান)
দুঃখাতীত (দুঃখকে অতীত)
331. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি'র উদাত্রণ?
দশহাতি
হাতাহাতি
দশানন
দ্বিপদ
332. নিচের কোনটি নজরুল ইসলামের রচনা?
গোরা
কবি
আনন্দমঠ
বাঁধনহারা
333. আমপারার কাব্যানুবাদ করেন-
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
সৈয়দ আলী আহসন
334. 'নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
335. 'রক্ত ঝরাতে পারি না ত একা, তাই লিখে যাই এ রক্ত- লেখা,' এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
বিদ্রোহী
সাম্যবাদী
আমার কৈফিয়ৎ
মানুষ
336. 'তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব- সে ভরসা আজ মিছে' কবিতার চরণ দু'টি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
মধুসূদন দত্ত
কাজী নজরুল ইসলাম
337. 'গোঁফখেজুরে' কোন সমাস?
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
দ্বিগু
338. কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?
পাতালপুরী
বিদ্যাপতি
গ্রহের ফের
চৌরঙ্গী
339. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
340. . 'খোশমেজাজ' যে ধরনের সমাসের উদাহরণ-
সাধারণ কর্মধারয়
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
উপপদ তৎপুরুষ