MCQ
461. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
মহান যে পুরুষ = মহাপুরুষ
কুসুমের মতো কোমল = কুসুমকোমল
জায়া ও পতি = দম্পতি
462. 'মহারাজ' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
463. 'পোকা-মাকড়' কোন সমাসযোগে গঠিত শব্দ?
দ্বন্দ্ব
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
464. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয়-
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
465. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
ক্রোধানল
তুষারশুভ্র
মনমাঝি
466. 'আনন্দাশ্রু' যে সমাসের উদাহরণ-
দ্বন্দ্ব
দ্বিগু
নিত্য
কর্মধারয়
467. 'তুষারধবল' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
রূপক কর্মধারয়
উপমিত কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয়
468. 'জিন-পরি' সমাসটি কোন শব্দযোগে সাধিত হয়?
মিলনার্থক
বিপরীতার্থক
সমার্থক
বিরোধার্থক
469. 'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
বহুব্রীহি
রূপক কর্মধারয়
নিত্য সমাস
470. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
জলযান
মনমাঝি
সিংহদ্বার
একাদশ
471. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
শশব্যস্ত
কালচক্র
পরাণপাখি
বহুব্রীহি
472. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে?
আমরা
হিমাচল
হিমাচল
ঘরামি
473. 'মুক্তিযুদ্ধ' কোন ধরনের কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
উপমেয়-উপমান
উপমান
উপমিত
474. 'মুখচন্দ্র' কোন সমাস?
উপমিত কর্মধারয়
উপমান কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
475. কোনটি রূপক কর্মধারয় সমাস?
করকমল
কালস্রোত
করপল্লব
কচুকাটা
476. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
477. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দেশে-বিদেশে
মাতাপিতা
নরাধম
ধোয়ামোছা
478. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
479. 'মহানদী' শব্দের ব্যাসবাক্য কোনটি?
মহান যে নদী
মহা যে নদী
মহতী যে নদী
মহীয়সী যে নদী
480. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অন্যায়
আমরণ
অহিনকুল
অনাসক্ত