Image
MCQ
441. 'চালাক-চতুর' কি ধরনের সমাস?
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
442. কোনটি উপমিত কর্মধারয় সমাস?
নরসিংহ
কাজল-কালো
নদীমাতৃক
যাচ্ছেতাই
443. 'মুজিববর্ষ' কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
444. 'নবান্ন' এর সন্ধি বিচ্ছেদ করুন:
নবা+অন্ন
নব+অন্ন
নবীন+অন্ন
নবঃ+অন্ন
445. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
কাঁচামিঠা
চন্দ্রমুখ
মনমাঝি
446. নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
সাজসজ্জা
লেনদেন
ছাইভস্ম
গোলাগুলি
447. 'চৌরাস্তা' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু কর্মধারয়
সংখ্যাবাচক বহুব্রীহি
অলুক বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
448. 'চরণকমল' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
দ্বিগু সমাস
449. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
450. তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
নাই সীমা যার অসীম
তেল দিয়ে ভাজা= তেলেভাজা
ঘর ও বাড়ি ঘরবাড়ি
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র
451. 'ক্রোধানল' শব্দটি কোন সমাস?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
452. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
453. কোনটি রূপক কর্মধারয় সমাস?
গীতিনাট্য
বৌভাত
মনমাঝি
ভারপ্রাপ্ত
454. কোনটি 'পরপদ' প্রধান সমাস?
কর্মধারয়
অব্যয়ীভাব
দ্বন্দ্ব
বহুব্রীহি
455. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ?
দম্পতি
রাজপথ
বৌভাত
নবান্ন
456. সাহেব, বিবি ও গোলাম কি সমাস?
অলুক দ্বন্দ্ব
মিলনার্থক দ্বন্দ্ব
বিরোধার্থক দ্বন্দ্ব
বহুপদী দ্বন্দ্ব
457. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
চন্দ্রমুখ
অরুণরাঙা
ক্রোধানল
বর্ণচোরা
458. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
দ্বন্দ্ব সমাসে
দ্বিগু সমাসে
নিত্য সমাসে
বহুব্রীহি সমাসে
459. সমাসবদ্ধ পদ কোনটি?
আকাশ
ছাড়পত্র
মৃত্তিকা
সাগর
460. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
নয়-ছয়
খাসজমি
কনকচাঁপা
ত্রিফলা