Math MCQ
281. 1-1+1-1+1-1+ … + n সংখ্যক পদের যোগফল হবে –
0
1/2[1+(-1)^n]
[1+(-1)^n]
1
282. একটি ফাংশন f : R→R, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
4
1
283. ৫০ টাকায় ৬টি দওে আম ক্রয় কওে ৫০ টাকায় ৫টি দওে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১০%
২০%
১২%
২৫%
284. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে –
-2,9
2,9
-2, -9
2,-9
285. ৪টি ক্রম বিজোড় সংখ্যার সমষ্টি বৃহত্তমটির তিনগুণের চেয়ে ৭ বেশি। সংখ্যা ৪ টির যোগফল কত?
৫৪
৫৬
৬০
৬৪
286. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB=AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE=?
১৩২°
১৬০°
১০৮°
১৮০
287. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
√২
√৩
২২
৩৩
288. ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন।
৩০
৪০
৪২
৪৪
290. 2x+3z= 36 এবং 2x+z= 16 হলে এর সমাধান সেট (x,z) এর মান কত?
২,১০
৩,৫
৩,১০
৬,১০
291. একটি বাশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ঠ ৩মিটার পানির উপরে আছে। বাশটির দৈঘ্য কত?
২০ মিটার
১৬ মিটার
১৫ মিটার
১২ মিটার
292. ৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
৩
৪
৫
৬
293. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ৫০%
লাভ ১০%
ক্ষতি ২৫%
294. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চারিদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত?
১৬০০ বর্গফুট
১২০০ বর্গফুট
৮৫৫ বর্গফুট
৭৫৫ বর্গফুট
295. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
২০
৩০
১৮
১০
296. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
৩৬
৪
৫৬
297. একটি বাক্সে লাল এবং কালো মার্বেল আছে। লাল এবং কালো মার্বেলের অনুপাত ৩: ৫ হয়। ঐ বাক্স থেকে যদি ৫ টি লাল মার্বেল সরিয়ে নেয়া হয় তবে লাল এবং কালো মার্বেলের অনুপাত ১: ২ হয় যাবে। ঐ বাক্সে মোট কতগুলি মার্বেল আছে?
৩২
৬৪
৪০
৮০
298. যদি pqr = 1, rst = 0 এবং spr = 0 হয় তবে নীচের কোনটি অবশই সঠিক?
p = 0
r = 0
s = 0
t = 0
299. a3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
a+2
a-2
a-1
a+1
300. যদি log10x=−1 হয়, তাহলে নিচের কোনটি xএর মান?
0.1
0.001
1.2
3