EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
1. The antonym of 'gentle' is:
modest
clever
rude
narrow
ব্যাখ্যা: Gentle (নম্র/সদয়) এর antonym হচ্ছে rude (অভদ্র/রূঢ়) modest বিনয়ী; clever চালাক; marrow সংকীর্ণ।
2. 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
Scarce
Abundant
Widespread
Limited
3. Weep
ঝেড়ে ফেলা
বিরাট
কান্না
প্রাবন্ধিক
4. The antonym of 'bohemian' is -.
free spirit
drop out
unconventional person
conformist
ব্যাখ্যা: যে ব্যক্তি নিয়মনীতির বাইরে গিয়ে চলে, তাকে bohemian বলে, যার বাংলা অর্থ ভবঘুরে। Option (গ)-এর অর্থ রীতিবিরুদ্ধ ব্যক্তি। Option (ঘ)-এর অর্থ নিয়ম মেনে চলা ব্যক্তি। এটি bohemian-এর antonym, Option (ঘ) সঠিক উত্তর।
5. Fever
জ্বর
সাহায্য
অনুদান
কঠিন
7. The antonym of the word 'posterior' is -
anterior
superior
inferior
poster
ব্যাখ্যা: Hints: Posterior শব্দটির অর্থ পরবর্তী। প্রদত্ত অপশনগুলোর মধ্যে anterior-পূর্ববর্তী, superior- উচ্চতর, শ্রেয়, inferior-নিম্নতর, poster-প্রচারপত্র। সুতরাং posterior ও anterior শব্দদ্বয় অর্থের দিক থেকে বিপরীতার্থক বা antonymous।
8. 'Zenith' এর antonym-
final
top
doubt
lowest point
ব্যাখ্যা: Hints: Zenith- চরম অবস্থা বা সর্বোচ্চ স্থান। অন্যদিকে final- চূড়ান্ত বা শেষ; top উপর, শীর্ষ; doubt সন্দেহ, সংশয়; lowest point- সর্বনিম্ন অবস্থা। সুতরাং Zenith-এর antonym বা বিপরীত শব্দ হলো lowest point।
9. Vital
স্থায়ী
প্রকাণ্ড
অত্যাবশ্যক
উৎফুল্ল
11. 'Myopic'-এর Synonym-
short-sighted
evenhanded
unprejudiced
tolerant
ব্যাখ্যা: Hints: Myopic-ক্ষীণদৃষ্টি। Evenhanded-নিরপেক্ষ; unprejudiced- নিরপেক্ষ/ পক্ষপাতশূন্য; tolerant- সহনশীল; short-sighted- অদূরদর্শী, ক্ষীণদৃষ্টি। সুতরাং দেখা যাচ্ছে myopic short-sighted শব্দ দুটি সমার্থক বা synonymous।
12. Identify the correct synonym of the word ‘magnanimous’.
unkind
generous
revengeful
friendly
ব্যাখ্যা: Magnanimous/generous = উদার।
13. Seldom
মহান
বাস্তব
জোরে
কদাচিৎ
15. The opposite of 'Bustle' is -
hurry
tumult
calm
scald
ব্যাখ্যা: Hints: Bustle অর্থ-ছোটাছুটি করা। অপশনগুলোর মধ্যে hurry ও tumult দুটোর অর্থই অস্থির হওয়া বা ছোটাছুটি করা/অস্থির। scald অর্থ গোসল করা, Calm অর্থ শান্ত হওয়া। সুতরাং অর্থের দিক থেকে bustle ও calm শব্দদ্বয় বিপরীতার্থক বা antonymous
16. Initial
প্রারম্ভিক
তাড়াতাড়ি
কান্না
হ্রদ
17. The antonym of 'boisterous' is-
noisy
quit
unruly
cheerful
ব্যাখ্যা: সঠিক উত্তর: quiet
19. The antonym of the word 'baddy'.
Well
Evil
Satanic
Goody
ব্যাখ্যা: Hints: Baddy (খারাপ ব্যক্তি) এর বিপরীত শব্দ হলো Goody (ভালো ব্যক্তি)।