Image
MCQ
2881. Transistor-এর যে অংশ সবচেয়ে বেশি Doping করা হয়, তা হচ্ছে-
Emitter
Collector
Base
উপরের সবকয়টি
2882. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এল.ই.ডি
এল.সি.ডি
আই.সি
সিলিকন চিপ
2884. মেটালিক বন্ডিং হয়-
সন্নিহিত অ্যাটমসের মধ্যবর্তী ইলেকট্রনসের শেয়ারিং- এর কারণে
ইলেকট্রন ক্লাউসের ওভারল্যাপিং-এর কারণে
আয়ন কোরসের মধ্যবর্তী আকর্ষণের কারণে
আয়ন কোরস এবং ইলেকট্রনসের মধ্যবর্তী আকর্ষণের কারণে
2885. Break-down অবস্থায় কাজ করার জন্য যে Diode ব্যবহার করা হয়-
সাধারণ PN Diode
টানেল diode
ভ্যারেক্টর Diode
Zener Diode
2886. পোলারাইজেশন দূর করার জন্য ব্যবহৃত হয়-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
2888. একটি CE সংযুক্ত ট্রানজিস্টরে ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ শিফট কত হবে?
180°
90°
270°
2889. স্বাভাবিক তাপমাত্রায় একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর অ্যাকসেপ্টার অ্যাটমস-
একটি পজিটিভ চার্জ বহন করে
একটি নেগেটিভ চার্জ বহন করে
নিরপেক্ষ
একটি পজিটিভ চার্জ ও একটি নেগেটিভ চার্জ বহন করে
2891. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে কী বলা হয়?
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
2892. একটি PNP ট্রানজিস্টরে থাকে-
৩টি P-N জাংশন
২টি P ও একটি N রিজিয়ন
শুধুমাত্র ডোনার আয়নস
শুধুমাত্র অ্যাকসেপ্টর আয়নস
2894. আয়োনিক বন্ডের ইলেকট্রোস্ট্যাটিক নেচার এটিকে কোন ধরনের বন্ড হিসেবে তৈরি করে?
ডিরেকশনাল
নন-ডিরেকশনাল
দুর্বল
গ্রুপ IV এলিমেন্টসে প্রযোজ্য
2895. আয়োনোস্কেয়ার গঠিত হয়-
Positive চার্জ স্তর দ্বারা
Negative চার্জ স্তর দ্বারা
Neutral স্তর দ্বারা
কও খদ্বারা
2896. যদি একটি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা Z হয় এবং এর পারমাণবিক ওজন A হয়, তবে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হয়-
Z
A-Z
A
A+Z
2898. একটি কো-ভ্যালেন্ট বন্ডের বৈশিষ্ট্য নির্ধারিত হয়-
8-N রুল দ্বারা
মলিকুলার অরবিটালস দ্বারা
ক্রিস্টালানিটি দ্বারা
ইলেকট্রন ভেলোসিটি দ্বারা
2900. ৮৫% দক্ষতার একটি ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার কোন ক্লাসের অন্তর্ভুক্ত?
A
B
AB
C