Image
MCQ
2901. চৌম্বক গুণাবলির কিছুটা অংশ চৌম্বক পদার্থ নিজের মধ্যে রেখে দেবার প্রবণতাকেই বলে-
রিটেনটিভিটি
রেসিডুয়াল ম্যাগনেটিজম
হিসটেরেসিস
কোয়েরসিভ ফোর্স
2903. সলিডের আয়োনিক বন্ডিং প্রাথমিকভাবে নির্ভর করে-
ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস-এর উপর
ইলেকট্রিক্যাল ডাইপোলস-এর উপর
শেয়ারিং অব ইলেকট্রনস-এর উপর
ট্র্যান্সফার অব ইলেকট্রনস-এর উপর
2905. ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে তৈরি পূর্ণাঙ্গ সার্কিটকে কী বলে?
Motherboard
RAM
Processor
IC
2906. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
Babbit metal
Monem metal
Brass
Bronze
2907. এডি কারেন্ট লস নির্ভর করে-
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গের উপর
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির বর্গের উপর
ল্যামিনেশনের পুরুত্বের বর্গের উপর
উপরোক্ত সব ক'টির উপর
2908. হিসটেরেসিস লস নির্ভর করে-
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির উপর
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির উপর
পদার্থের আকার-আকৃতির উপর
উপরোক্ত সব ক'টির উপর
2909. n-p-n ট্রানজিস্টরে 'p' অংশটি কী?
নিয়ন্ত্রক
সংগ্রাহক
ভিত্তি
বিবর্ধক
2910. কোন সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে এবং কোন কোন মাত্রায় আছে তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
ফ্রিকুয়েন্সি মিটার
পাওয়ার মিটার
স্পেক্ট্রাম অ্যানালাইজার
অসিলোস্কোপ
2911. সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা p-টাইপে পরিণত হয়?
ফসফরাস
বোরন
হাইড্রোজেন
কার্বন
2912. স্টিলকে ম্যাগনেটাইজ করা কষ্টসাধ্য, এর কারণে হলো-
হাই-পারমিয়্যাবিলিটি
লো-পারমিয়্যাবিলিটি
হাই-ডেনসিটি
হাই-রিটেনটিভিটি
2913. 6Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48 Ω
14 Ω
2914. জেনার ডায়োড মূলত কী হিসেবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
2915. একটি প্যারাম্যাগনেটিক পারমিয়্যাবিলিটি হলো- ম্যাটেরিয়ালের রিলেটিভ
এক
একের চেয়ে কম
একের চেয়ে সামান্য বেশি
কয়েক শত
2916. পরস্পর সন্নিহিত দুটি অ্যাটমের মধ্যে সর্বাপেক্ষা নিকটবর্তী দূরত্ব হলো-
10 × 10-10 মিটার
1 × 10-5 মিটার
2 × 10-10 মিটার
2 × 10-12 মিটার
2917. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায় ২০০ বছর। মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে?
150
300
400
450
2918. নিচের কোন ইলেকট্রনিক যন্ত্র AC থেকে DC তৈরি করতে পারে?
Diode
Transistor
JET
FET
2919. পিভিসি নিম্নের কোনটির পলিমার?
ফেনল এবং ফরমালডিহাইড
ইথিলিন
ভিনাইল ক্লোরাইড
উপরের কোনোটিই নয়
2920. PN Diode-কে Reverse Blase করলে-
রোধ বাড়ে
রোধ কমে
বিদ্যুৎ প্রবাহ বাড়ে
কোনোটিই নয়