MCQ
2901. পরস্পর সন্নিহিত দুটি অ্যাটমের মধ্যে সর্বাপেক্ষা নিকটবর্তী দূরত্ব হলো-
10 × 10-10 মিটার
1 × 10-5 মিটার
2 × 10-10 মিটার
2 × 10-12 মিটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: The atomic spacing between two bonded atoms is generally around a few angstroms (A), which is on the order of 10-10 meter.
2902. জেনার ডায়োড মূলত কী হিসেবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নির্দিষ্ট রেঞ্জের ইনপুট ভোল্টেজ পরিবর্তন করলেও জেনার ডায়োড-এর কারণে আউটপুট ভোল্টেজ স্থির থাকে, তাই জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহৃত হয়।
2903. 6Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48 Ω
14 Ω
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: পরিবাহীর দৈর্ঘ্য রেজিস্ট্যান্সের সমানুপাতিক।
পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। পরিবাহী দৈর্ঘ্য = ৪ এবং রোধ = 6 Ω হলে পরিবাহীর রোধ = 6 x8 = 48 Ω
2904. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায় ২০০ বছর। মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে?
150
300
400
450
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি তেজস্ক্রিয় মৌলের আয়ু = 400 বছর। 75% ক্ষয় হতে সময় লাগবে = 400×75% = 300 বছর।
2905. নিচের কোন ইলেকট্রনিক যন্ত্র AC থেকে DC তৈরি করতে পারে?
Diode
Transistor
JET
FET
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেকটিফায়ার AC-কে DC করে। যখন কোনো ডায়োড এটির ইনপুট সিগন্যালের অর্ধ সাইকেলকে রেকটিফাই করে ডিসিতে রূপান্তরিত করে, তখন তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে।
2906. Controlled Rectifier-এ কোনটি ব্যবহৃত হয়?
Diode
SCR
Snubber
TRIAC
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Silicon Controlled Rectifier বা SCR একটি ইলেকট্রনিক ডিভাইস, যা সাধারণত ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে। এটি এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তরিত করে এবং সাথে সাথে লোডে পাওয়ারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। SCR একই সাথে রেকটিফায়ার এবং ট্রানজিস্টরের কাজ করে।
2907. সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা p-টাইপে পরিণত হয়?
ফসফরাস
বোরন
হাইড্রোজেন
কার্বন
2908. PN Diode-কে Reverse Blase করলে-
রোধ বাড়ে
রোধ কমে
বিদ্যুৎ প্রবাহ বাড়ে
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PN Diode- Reverse voltage প্রয়োগ করলে Junction এর Depletion region বৃদ্ধি পায় এবং Diode-এর রেজিট্যান্স বেড়ে গিয়ে ইনসুলেটরের ন্যায় কাজ করে।
2909. স্টিলকে ম্যাগনেটাইজ করা কষ্টসাধ্য, এর কারণে হলো-
হাই-পারমিয়্যাবিলিটি
লো-পারমিয়্যাবিলিটি
হাই-ডেনসিটি
হাই-রিটেনটিভিটি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: লো-পারমিয়্যাবিলির কারণে স্টিলকে ম্যাগনেটাইজ করা কঠিন।
2910. একটি প্যারাম্যাগনেটিক পারমিয়্যাবিলিটি হলো- ম্যাটেরিয়ালের রিলেটিভ
এক
একের চেয়ে কম
একের চেয়ে সামান্য বেশি
কয়েক শত
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: The relative permeability of vacuum is 1. Materials can be classified into 3 groups with regard to their relative permeability. Diamagnetic materials 0 ≤µ, < 1.
Paramagnetic matereals µ, > 1
2911. কোন সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে এবং কোন কোন মাত্রায় আছে তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
ফ্রিকুয়েন্সি মিটার
পাওয়ার মিটার
স্পেক্ট্রাম অ্যানালাইজার
অসিলোস্কোপ
2912. n-p-n ট্রানজিস্টরে 'p' অংশটি কী?
নিয়ন্ত্রক
সংগ্রাহক
ভিত্তি
বিবর্ধক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: P এখানে Base (ভিত্তি) হিসেবে কাজ করে। এটি পাতলা ও হালকা doping করা হয়। hole এবং Electrons flow Control করাই হলো Base-এর কাজ। এটা Collector current-কে Control করে।
2913. DC voltage বাড়ানোর জন্য কোন Device ব্যবহৃত হয়?
Inverter
Chopper
Snubber
Cyclo-converter
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ চপার এক ধরনের স্ট্যাটিক সুইচ, যার সাহায্যে স্থির মানের ডিসি ভোল্টেজকে পরিবর্তনশীল ডিসি ভোল্টেজে রূপান্তর করা যায়।
2914. এডি কারেন্ট লস নির্ভর করে-
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গের উপর
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির বর্গের উপর
ল্যামিনেশনের পুরুত্বের বর্গের উপর
উপরোক্ত সব ক'টির উপর
2915. পিভিসি নিম্নের কোনটির পলিমার?
ফেনল এবং ফরমালডিহাইড
ইথিলিন
ভিনাইল ক্লোরাইড
উপরের কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: PVC is produced by polymerization of the vinyl chloride monomer.
2916. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
Babbit metal
Monem metal
Brass
Bronze
2917. সলিডের আয়োনিক বন্ডিং প্রাথমিকভাবে নির্ভর করে-
ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস-এর উপর
ইলেকট্রিক্যাল ডাইপোলস-এর উপর
শেয়ারিং অব ইলেকট্রনস-এর উপর
ট্র্যান্সফার অব ইলেকট্রনস-এর উপর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: An ionic bond is the electrostatic force that holds ions together in an ionic compound. The strength of the ionic bond is directly dependent upon the quantity of the charges and inversely dependent on the distance between the charged particles.
2918. হিসটেরেসিস লস নির্ভর করে-
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির উপর
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির উপর
পদার্থের আকার-আকৃতির উপর
উপরোক্ত সব ক'টির উপর
2919. চৌম্বক গুণাবলির কিছুটা অংশ চৌম্বক পদার্থ নিজের মধ্যে রেখে দেবার প্রবণতাকেই বলে-
রিটেনটিভিটি
রেসিডুয়াল ম্যাগনেটিজম
হিসটেরেসিস
কোয়েরসিভ ফোর্স
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: চৌম্বক গুণাবলির কিছুটা অংশ চৌম্বক পদার্থ কর্তৃক নিজের মধ্যে রেখে দেয়ার প্রবণতাকে হিস্টেরেসিস বলে।
2920. ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে তৈরি পূর্ণাঙ্গ সার্কিটকে কী বলে?
Motherboard
RAM
Processor
IC
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Integrated circuit-কে সিলিকন চিপও বলা হয়। এটি একটি মাইক্রোইলেকট্রনিক ডিভাইস। যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ১২ ক্যাপাসিটর ইত্যাদির কম্পোনেন্ট সিলিকন চিপের ২৭ উপর নির্মাণ করে জোড়া লাগানো হয়।