Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
3141. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
ব্যথার দান
সোনার তরী
শিউলি মালা
দোলনচাঁপা
3142. বাংলাদেশের কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
৯ নং
১১ নং
১০ নং
১২ নং
3143. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?
শুক্র
বৃহস্পতি
পৃথিবী
ইউরোনাস
3144. নদীবিহীন দেশ কোনটি?
ইরাক
সিরিয়া
সৌদি আরব
মিশর
3145. 'ডিজিটাল বাংলাদেশ' ঘোষণা করা হয়-
২৯ ডিসেম্বর, ২০০৯
২১ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৯
3146. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে?
২ ডিসেম্বর ১৯৯৫
২ ডিসেম্বর ১৯৯৭
২ডিসেম্বর ১৯৯৬
২ ডিসেম্বর ১৯৯৮
3147. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
১৬ ডিসেম্বর, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭৩
3148. অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
বাফার
ক্ল্যাডিং
জ্যাকেট
কোর
3149. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
১৮ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০১
১৯ নভেম্বর ২০০১
১৭ নভেম্বর ১৯৯৯
3150. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
BIMSTEC
CICA
IORA
SAARC
3151. সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট-
১ টাকা
৫ টাকা
২ টাকা
১০ টাকা
3152. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
3153. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট?
৪২ তম
৪৪ তম
৪৩ তম
৪৫ তম
3154. বাংলা সাল কে প্রবর্তন করেন?
শেরশাহ
হুমায়ুন
আকবর
শশাঙ্ক
3155. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
হোয়াইট হল
ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
মার্বেল চার্চ
বুশ হাউজ
3156. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
এম মনসুর আলী
সৈয়দ নজরুল ইসলাম
এ এইচ এম কামরুজ্জামান
3157. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
3158. 'টিউলিপ' এর দেশ কোনটি?
থাইল্যান্ড
জাপান
নেদারল্যান্ড
ফিনল্যান্ড
3159. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
3160. চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ব্রাসেলস
ইস্তাম্বুল
তেহরান
নয়াদিল্লী