ভূগোল MCQ
1. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যাায়-
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন
2. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
3. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?
৯৯.৯৭%
৯৮%
৯৪%
৯০%
4. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?
পুশ-পুল
ক্লাস-B
ক্লাস-A
ক্লাস-AB
5. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
ভূমিকম্প
ভূমিধম
টর্নেডো
খড়া
6. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
মরুকরণ
বন্যা
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ভূমিকম্প
7. নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ (Hazard)?
ভূমিকম্প
ভূমিধস
সুনামি
খরা
8. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ডিজেল
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
কয়লা
9. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
সিলেট
কুমিল্লা
রাজশাহী
দিনাজপুর
10. নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ নামে পরিচিত?
বন্যা
খরা
ঘূর্ণিঝড়
ভূমিধস
11. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?
একটি দেশের নাম
ম্যানগ্রোভ বন
একটি দ্বীপ
সাবমেরিন ক্যানিয়ন
12. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
পশ্চিমাঞ্চল
উত্তর-পশ্চিমাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
13. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবালদ্বীপ নামে খ্যাত?
নিঝুমদ্বীপ
সেন্ট মার্টিনস
হাতিয়া
কুতুবদিয়া
14. নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবন?
বোয়ালমারী
নড়িয়া
আলমডাঙ্গা
নিকলি
15. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
পার্বত্য বন
শালবন
মধুপুর বন
ম্যানগ্রোভ বন
16. নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
চীন
পাকিস্তান
থাইল্যান্ড
মিয়ানমার
17. ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
৬
৭
৮
৯
18. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
বান্দরবন
কুষ্টিয়া
কুমিল্লা
বরিশাল
19. বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায় কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড
20. বায়ুমন্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়-
নদ-নদী
মহাসাগর
গাছপালা
কোনটিই নয়