4. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না? 
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: অল্টারনেটরের ক্ষেত্রে ওভারলোড প্রটেকশন ব্যবহার করা হয় না। কেননা, মডার্ন অল্টারনেটরগুলোতে উচ্চ ইম্পিড্যান্স বিদ্যমান থাকে, যার ফলে অল্টারনেটরসমূহে উচ্চ তাপমাত্রায় সামান্য সময়ের জন্য শর্টসার্কিট হয়ে ডিসকানেক্ট হতে পারে।