MCQ
401. He is taller than I. The underlined word is a/an --
adjective
preposition
conjuction
adverb
402. 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-কার?
উপসর্গ
সমাস
সন্ধি
কারক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষায় এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ আছে, যারা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না অর্থাৎ অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তাকে উপসর্গ বলে। যেমন- অ. অঘা, প্রতি, স্ব ইত্যাদি। উপসর্গ ৩ প্রকার।
403. তৎসম শব্দ কোনটি?
ভাগর
হস্ত
হায়াত
নাগর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা : হস্ত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র তৎসম শব্দ। ডাগর, ডাল, চুলা দেশি শব্দ।
404. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
405. Identify the correct passive form of 'Do not open the door.
Let not the door be opened.
Let not the door open.
Let not the door be open.
Let not the door opened.
406. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অংশু
জ্যোতি
ভাতি
অনল
407. 'শ্যামল ছায়া' উপন্যাসটি কার রচনা?
জসীমউদ্দীন
আল মাহমুদ
হুমায়ূন আহমেদ
আবু ইসহাক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ 'শ্যামল ছায়া' উপন্যাসটি রচনা করেন। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- দেয়াল, জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি।
408. 'মধুমালতী' কাব্যগ্রন্থ কার রচনা?
গরীবুল্লাহ
সৈয়দ সুলতান
সৈয়দ হামজা
জৈনুদ্দীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: নোটঃ "মধুমালতী' গ্রন্থটি মধ্যযুগের কবি মুহম্মদ কবীর- এর রচনা। সৈয়দ হামজা, গরীবুল্লাহ, সৈয়দ সুলতান, জৈনুদ্দীন মধ্যযুগের উল্লেখযোগ্য কবি।
409. Put the suitable tag: I am late,-?
am not I
aren't i
am I
isn't I
410. 'অত্যন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অত্য + অন্ত
অতি + স্ত
অতি + অন্ত্য
অতি + অন্ত
411. Of the two boys, Latif is - intelligent.
most
more
as
far
412. I came home after the rain-
stopped
stop
has stopped
had stopped
413. Which one is in singular number?
Hypothesis
Media
Agenda
Syllabuses
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Hypothesis একটি Singular number এর plural Hypotheses. Media এর Singular Medium এবং Agenda Singular Agendum
414. হাছন রাজা কোন শতকের কবি?
সপ্তদশ
অষ্টাদশ
উনিশশতক
বিংশ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাছন রাজা অষ্টাদশ শতকের কবি। তিনি ১৭৫৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি মরমি কবি নামে পরিচিত।
415. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয়ভাবে ভাগ করা হয়েছে?
তিন
পাঁচ
চার
দুই
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: অর্থগত দিক দিয়ে শব্দ ৩ প্রকার, যেমন- যৌগিক শব্দ (চিকামারা, গায়ক, নায়ক), রুঢ়ি শব্দ (সন্দেশ, বাঁশি), যোগকড় শব্দ (রাজপুত, পঙ্কজ) ইত্যাদি।
416. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্ + অনা
দোল্ + অনা
দোল্ + না
দোলনা + আ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কৃৎ প্রত্যয় অনা/না যোগে গঠিত শব্দ দুলনা। যেমন, দুল্+ অনা/না = দুলনা> দোলনা: তদ্রূপ খেলনা।
417. 'হুলিয়া' কবিতার কবি কে?
আবুল হাসান
শামসুর রাহমান
হুমায়ূন কবির
নির্মলেন্দু গুণ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: "হুলিয়া" কবিতাটির কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণকে কবিদের কবি বলা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- প্রেমাংশুর রক্ত চাই, চাষাভুসার কাব্য, না প্রেমিক না বিপ্লবী।
418. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
নৈবেদ্য
গীতাঞ্জলি
চিত্রা
419. 'বিদিত'-এর বিপরীত শব্দ কোনটি?
অজ্ঞাত
বিদীর্ণ
গৃহীত
বিসর্জন
420. Which one plural?
Actress
News
Princes
Princess
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Actress, News, Princess এগুলো Singular: অন্যদিকে Princes হচ্ছে plural