EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
441. বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন নয় কোনটি?
মহাভারত
রামায়ণ
মঙ্গলকাব্য
চর্যাপদ
ব্যাখ্যা: ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। এতে ৫০টি পদ রয়েছে।
442. Concrete-এর Workability পরীক্ষা করার জন্য কোন Test করা হয়?
penetration
Gradation
Slump Test
Sleve analysis
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের মিশ্রণ একরকম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। এ গুণাগুণকে কংক্রিটের কার্যোপযোগিতা বলে। এটি পানি-সিমেন্টের অনুপাতের উপর নির্ভর করে।
444. নিচের কোন শব্দটি জাপানি ভাষার?
বাবা
আয়না
ডাক্তার
রিকশা
445. কারক কয় প্রকার?
পাঁচ প্রকার
ছয় প্রকার
তিন প্রকার
সাত প্রকার
446. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় বলে-
অদৃশ্য
ভূতপূর্ব
বর্ণচোরা
ফুলেল
447. কোনটি জীবনানন্দ দাশের রচনা?
অগ্নিবীণা
ঝরাপালক
দোলনচাঁপা
পুবের হাওয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ঝরাপালক' কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। তিনি তিমির হরণের কবি, রূপসী বাংলার কবি নামে পরিচিত। তাঁর কয়েকটি গ্রন্থ হলো- ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির।
448. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থের কবি কে?
আহসান হাবীব
ফররুখ আহমদ
আবুল হোসেন
সৈয়দ আলী আহসান
449. Mandatory Trafic Sign-এর আকার কেমন?
বর্গাকৃতি
ত্রিভুজাকৃতি
বৃত্তাকার
কোনোটিই নয়
450. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
১৩টি
৪৯টি
১১টি
৩৯টি
451. নিচের কোনটি Mass Rapid Transit?
Metro-Rail
Taxi cab
Motor cycle
Bus
ব্যাখ্যা: ব্যাখ্যা: Mass Rapid Transit (দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা)-কে বলা হয় Metro-Rail। যানজট নিরসনের জন্য এবং দ্রুত একস্থান হতে অনাস্থানে যাতায়াতের জন্য Metro-Rail বাস্ত ব্যয়ন করা হচ্ছে।
452. মাটির Total volume-এর সাথে এর Volume of voids-এর সাথে এর volume of voids-এর অনুপাত কে কী বলে?
Water-cament ratio
Void ratio
Porosity
Degree of saturation
453. Prime Coat কোথায় ব্যবহৃত হয়?
Base coarse-এর উপরে
Subgrade-এর উপরে
Rail Track-এ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সারফেস কোর্সকে বেস কোর্সের সাথে ভালোভাবে যুক্ত করে পানিরোধকের জন্য বেস কোর্সের উপর প্রাইম কোট দিতে হয়।
454. Ordinary Portland Cement-এর Final Setting time সর্বোচ্চ কত?
২ ঘণ্টা
৪ ঘণ্টা
৬ ঘণ্টা
১০ ঘণ্টা
455. 'বিদ্রোহী' কবিতা কার রচনা?
কাজী নজরুল ইসলাম
মোহিতলাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের রচনা। এটি ১৯২১ সালে প্রকাশিত। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাঁর অন্যান্য কবিতা প্রলয়োল্লাস, মানুষ, কুলি মজুর ইত্যাদি।
456. 'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
নিত্য সমাস
দ্বিগু
রূপক কর্মধারয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। যেমন- মন রূপ মাঝি মনমাঝি
457. নকশার 1cm যদি বাস্তবের 10m এর সমান হয় তবে এই scale-এর অনুপাত কী?
১/১০
১/১০০
১/১০০০
১/১০০০০
459. বাউল সম্রাট কাকে বলা হয়?
লালন শাহ্
হাছন রাজা
কানাই লাল শীল
শাহ্ আব্দুল করিম
460. Uniformly distributed একটি Simply supported Beam-এর Bending Moment Diagram কী ধরনের হবে?
Straight line
Horizontal line
Inclined line
None of those