MCQ
421. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কার উক্তি?
চণ্ডীদাস
দ্বিজেন্দ্রলাল রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কাজী নজরুল ইসলাম
422. শব্দের মূলকে কী বলে?
প্রকৃতি
মৌলিক শব্দ
ধাতু
সংজ্ঞা
423. 'চোখের বালি' উপন্যাসটি কার রচনা?
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
424. 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি কার রচনা?
বুদ্ধদেব বসু
আহসান হাবীব
ফররুখ আহমদ
মীর মশাররফ হোসেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বিষাদ সিন্ধু' মীর মশাররফ হোসেনের ইতিহাস আশ্রিত উপন্যাস। উপন্যাসটি ৩টি পর্বে বিভক্ত। কারবালার ঘটনার মর্মস্পর্শী বর্ণনা এর মূল উপজীব্য। উপন্যাসের নায়ক ইমাম হোসেন।
425. নীল ' লোহিত' কোন লেখকের ছদ্মনাম?
শামসুর রাহমান
সমরেশ বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সৈয়দ শামসুল হক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীল লোহিতা। সমরেশ বসু 'কালকূট' এবং 'মজলুম আদিব' শামসুর রাহমানের ছদ্মনাম।
426. বাক্যের 'একক' কী?
উক্তি
বিভক্তি
পদ
উপসর্গ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাক্যের একক শব্দ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। পদ পাঁচ প্রকার। অন্যদিকে, অর্থানুসারে শব্দ ৩ প্রকার।
427. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি?
আলোর মিছিল
ওরা ১১ জন
অরুণোদয়ের অগ্নিসাক্ষী
একাত্তরের যীশু
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচিত্র "ওরা ১১ জন"। চলচিত্রটির পরিচালক চাষী নজরুল ইসলাম। নাসির উদ্দিন ইউসুফের "একাত্তরের যীশু", নারায়ণ ঘোষের "আলোর মিছিল"।
428. 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
গল্প গ্রন্থ
কবিতা
নাটক
পত্রোপন্যাস
429. 'চোখের বালি' বাগধারাটির অর্থ কী?
চোখে বালি যার
চক্ষুশূল
খুব প্রিয়
চশমখোর
430. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি-
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
বায়ান্নর ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ১৯৫৩ সালে মুনীর চৌধুরী 'কবর' নাটকটি রচনা করেন। তাঁর অন্যান্য নাটক হলো- চিঠি, দত্তকারণ্য ইত্যাদি।
431. শুদ্ধ বানান কোনটি?
দুরাবস্থা
দুরঅবস্থা
দুরবস্থা
দুরঃবস্থা
432. বাক্যের সমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
কোলন
দাঁড়ি
হাইফেন
সেমিকোলন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: বিরামচিহ্ন বাক্যের শেষে বসে, যেমন- প্রশ্নচিহ্ন (?), বিস্ময় ব্যাখ্যা: বাক্যের সমাপ্তি বুঝাতে দাঁড়ি ব্যবহৃত হয়। এরূপ আরও দুটি চিহ্ন (1)। দাঁড়ির বিরামের সময় ১ সেকেন্ড।
433. সৈয়দ শামসুল হকের 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটক এর বিষয়বস্তু-
সিপাহী বিদ্রোহ
পলাশীর যুদ্ধ
নীল বিদ্রোহ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সব্যসাচী সৈয়দ শামসুল হকের "পায়ের আওয়াজ পাওয়া যায়" মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রথম দিকের প্রস্তুতি নিয়ে রচিত। তাঁর অন্যান্য রচনা হলো- "নিষিদ্ধ লোবান", "নূরুলদিনের সারাজীবন।"
434. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের ঔপন্যাসিক কে?
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
রশীদ করীম
হুমায়ূন আহমেদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে রচিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত। উপন্যাসটি ১৯৮৭ সালে প্রকাশিত। তেভাগা আন্দোলন নিয়ে তাঁর আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'।
435. কোনটি ফারসি শব্দ?
আকাশ
মহকুমা
দোকান
কুপন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: খোদা, নামাজ, রোযা, দোকান, আমদানি, রফতানি ইত্যাদি ফারসি শব্দ।
436. 'Fiction' শব্দটির পরিভাষা হচ্ছে?
সারমর্ম
নথি
সারকথা
কথাসাহিত্য
437. কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
ডাকঘর
শর্মিষ্ঠা
রাজা
বিসর্জন
438. 'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেছিলেন?
আশুতোষ ভট্টাচার্য
ড. দীনেশচন্দ্র সেন
চন্দ্র কুমার দে
দক্ষিণারঞ্জন মিত্র
439. 'সত্য কথা না বলে বিপদে পড়েছি' কোন ধরনের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
440. জসীমউদদীনের কাব্য কোনটি?
মা যে জননী কান্দে
ময়নামতির চর
সোনালী কাবিন
রাত্রি শেষ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: নোটঃ পল্লী কবি জসীমউদ্দীনের কাব্য হলো "মা যে জননী কান্দে"। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- রাখালী, বালুচর, ধানক্ষেত ইত্যাদি। সোনালী কাবিন আল মাহমুদের কাব্যগ্রন্থ। রাত্রিশেষ আহসান হাবীবের কাব্যগ্রন্থ।