Image
MCQ
541. কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি?
কানামামা
পঞ্চসঙ্গী
সারকাস
হাতেখড়ি
542. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিকগ্রন্থ কোনটি?
সীতার বনবাস
প্রভাবতী সম্ভাষণ
বেতাল পঞ্চবিংশতি
বাঙ্গালার ইতিহাস
543. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে-
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
অক্সিজেন
546. কম্পিউটার এর কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
সেকেন্ড
ন্যানো সেকেন্ড
ঘণ্টা
মিনিট
547. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পেছনের বিয়ারিং কত?
220°
310°
30°
50°
548. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?
পাহাড়ের উপর
বিষুব অঞ্চলে
মেরু অঞ্চলে
কোনোটিই নয়
549. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
মায়াবতী
পদ্মাবতী
রূপবতী
পদ্মরাগ
552. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্তক গ্রন্থ কোনটি?
মহাশশ্মশান
বিষাদসিন্ধু
শশ্মশানভস্ম
কুরুক্ষেত্র
553. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
লিথিয়াম
সোডিয়াম
পারদ
ইউরেনিয়াম
555. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না?
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
556. গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ-
মানসী
বলাকা
ক্ষণিকা
সেঁজুতি
557. Spiral Column-এ 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
৬টি
৮টি
৫টি
৪টি
558. 'শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি' এই গানটির গীতিকার কে?
মোহাম্মদ মুনিরুজ্জামান
গাজী মাজহারুল আনোয়ার
গৌরী প্রসন্ন মজুমদার
আবু হেনা মোস্তফা কামাল
559. 'মৈমনসিংহ গীতিকা'-র অন্তর্গত কাহিনিকাব্য কোনটি?
কাজলরেখা
সতমিয়না
লায়লমিজনু
লোরচন্দ্রানী
560. দুই লেনবিশিষ্ট জাতীয় মহাসড়ক কত চওড়া হওয়া উচিত?
৭.৫০ মিটার
৯.০০ মিটার
১৫.০০ মিটার
১২.০০ মিটার