Image
MCQ
483. নিচের কোন দেশটি BRICS-এর অন্তর্ভুক্ত নয়?
জাপান
ব্রাজিল
রাশিয়া
চীন
484. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
ভারত
ভুটান
রাশিয়া
নেপাল
485. কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে?
যাদুকাটা নদী
ডাউকী নদী
হালদা নদী
সুরমা নদী
486. Flexible Pavement-এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Surface-Base-Subbase
Base-Surface-Subgrade
Surface-Subgrade-base
Base-Subbase-Surface layer
487. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
Thinner
Vehicle
Pigment
সবগুলো
488. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগ
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
চতুর্থ ভাগ
489. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯১১ সালে
১৯১৮ সালে
১৯২১ সালে
১৭২৪ সালে
491. 'মানাগুয়া' কোন দেশের রাজধানী?
পানামা
অ্যালসালভেদর
নিকারাগুয়া
ব্রাজিল
492. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৮টি
৯টি
১০টি
১১টি
495. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
১০ জানুয়ারি, ১৯৭২
৭ জানুয়ারি, ১৯৭২
৮ জানুয়ারি, ১৯৭২
৯ জানুয়ারি, ১৯৭২
496. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
এম. মনসুর আলী
এ.এইচ.এম কামারুজ্জামান
497. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর?
৫ বছর
৪ বছর
৩ বছর
৬ বছর
498. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডিলিট ডিগ্রি' প্রদান করেছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
499. শক্তি প্রয়োগের দিক বরাবর একটি Bar-এর যে পরিবর্তন। হয়, তাকে কী বলা হয়?
Linear strain
Lateral Strain
Volumetric Strain
Shear Strain
500. Structure-এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে, তাকে বলে-
Superstructure
Foundation
Frame of structure
Plinth