Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Math MCQ
1. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
১২৪
১১৪
১০৪
৯৪
3. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল?
২৪
২৫
৩০
৬০
4. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
৯ ফুট
৮ ফুট
৫ ফুট
৪ ফুট
5. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?
৩০°
৬০°
৯০°
১২০°
6. আনুভূমিক DPC-তে ১:২:৪ অনুপাতের সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
২ সেমি
৩ সেমি
৪ সেমি
৫-সেমি
ব্যাখ্যা: DPC সাধারণত ৪ সেমি ওপেনিং- পুরুত্বের হয় এবং এটি দরজার এ বেশি ব্যবহৃত হয়।
8. বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?
১/৩০০০
১/১০০
১/২০০
১/৩০০
ব্যাখ্যা: পৃথিবীর মোট আয়তন ৫১,০০,৭২,০০০ বর্গ কিমি। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের ১,৪৭,৫৭০/৫১,০০,৭২,০০০ ভাগ = ১/৩৪৫৬ ভাগ (প্রায়)
9. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
৩:২
৪:৩
৩:১
২:১
ব্যাখ্যা: তথ্য: ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x,2x,3x => x + 2x + 3x = 180° => 6x=180° অতত্রব, x = 30 deg আমরা জানি, a / (sin 30 ^ 0) = b / (cos 60 ^ 0) = c / (sin 90 ^ 0) => a / (1/2) = b / (v * 3/2) = c / 1 => (a / b) / c = ((1/2) / v * 3 / 2) / 1 = 1 / v * 3 / 2 বৃহত্তম বাহ্ ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত=২:১
11. A এবং B দুটি ঘটনা যেন P(A)=1/2, P(AUB)=3/4 এবং P(B)c=5/8 হলে P(Ac ∩ Bc)=কত?
1/8
1/6
1/4
1/2
13. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের x কোণের মান কত?
54°
72°
108°
126°
14. বাস্তব সংখ্যায় 1/(3x-5) < 1/3 অসমতাটির সমাধান-
−∞ < x < 5/3
8/3 < x < ∞
−∞ < x < 5/2 অথবা 8/3 < x < ∞
−∞ < x < 5/2 এবং 8/3 < x < ∞
15. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
ব্যাখ্যা: সিমেন্ট প্রয়োজন = ১৫০/৭*১*০.৮ = ১৭.১৪ ͌ ১৮ ব্যাগ।
16. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
522
252
225
155
17. 1/4- 1/6+1/9-2/7+… ধারাটির অসীম পদের সমষ্টি কত?
S∞ = 20/3
S∞ = 3/20
S∞ =20
S∞=3
18. কোন জ্যামিতি চিত্রের সকল বাহু সমান?
বর্গক্ষেত্র
আয়তক্ষেত্র
ট্রাপিজয়েড
প্যারাবোলা
ব্যাখ্যা: চারবাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আবার, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে।
20. Liquid limit এবং Plastic limit-এর মধ্যে গাণিতিক পার্থক্যকে কী বলা হয়?
Liquid index
Plasticity index
Soil index
কোনোটিই নয়
ব্যাখ্যা: Liquid index =W-PL / LL-PL Plasticity index = LL-PL