বিজ্ঞান MCQ
1. ফুল-ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের RMS আউটপুট ভোল্টেজ 20V হলে প্রতি ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ (PIV) কত হবে?
20V
28.3V
40V
56.6V
2. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
রেডিও রিসিভার
রেডিও ট্রান্সমিটার
টিভি রিসিভার
টিভি ট্রান্সমিটার
3. নিচের কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ?
Class-A
Class-AB
Class-B
Class-C
4. ফ্রি-রানিং মাল্টিভাইব্রেটর কোনটি?
Monostable
Bistable
Astable
কোনোটিই নয়
5. Monostable 555 timer এর state কয়টি?
০
২
১
৩
6. একটি NPN ট্রানজিস্টরের বেস এ dropping concentration কেমন থাকে?
Lightly doped
Moderately doped
Heavily doped
Not doped
7. নিচের কোনটি সেমিকন্ডাকটর?
আর্গন
কার্বন
মাইকার
সিরামিক
8. একটি ট্রানজিস্টরে বেস কারেন্ট 100µA এবং কারেন্ট গেইন 100 হালে কালেক্টর কারেন্ট কত?
1A
1mA
10A
10mA
9. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮ HP
৯ HP
৮.৮৯ HP
৯.২৫ HP
10. Twisted pair এবং Co-axial cable এ ব্যবহৃত হয়-
Copper
Unwired
Light
Wireless
11. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাংক কত?
১ MHz
8 MHz
৫ MHz
২ MHz
12. RC ফেজ শিফঠ অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
1/√RC
1/√2π RC
1/ 2π/RC
1/√2π/6RC
13. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
আলফা রেস (Alpha rays)
বিটা রেস (Beta rays)
গামা রেস (Gamma rays)
এক্স রেস (X-rays)
14. ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয়, তা হলো-
ভোল্টেজ
কারেন্ট
ফ্রিকোয়েন্সি
ইম্পিড্যান্স
15. FET কোন ধরণের ডিভাইস?
Field Controlled
Current Controlled
Power Controlled
Voltage Controlled
16. Optical fiber এ আলোর বিচ্যুতি ঘটে কোনটির মধ্য --
Metal
Light
Channel
Plastic
17. ডায়োড কী ধরণের ডিভাইস?
একমুখী
দ্বিমুখী
উভয়ই
কোনোটিই নয়
18. একটি হাফ-ওয়েভ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে-
2
2.5
1.21
0.48
19. Push And Pop নিচের কোনটির সাথে সম্পর্কিত?
Queue
Stack
Union
Array
20. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
আলোক
বেতার তরঙ্গ
শব্দ তরঙ্গ
রঞ্জন রশ্মি