ব্যাখ্যা:
Hints: (ক) imprisonment অর্থ কারাবরণ, (খ) freedom অর্থ স্বাধীনতা বা মুক্তি, (গ)
death penalty অর্থ সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড এবং (ঘ) misery অর্থ দুর্দশা। Capital
punishment শব্দের অর্থ মৃত্যুদণ্ড।
ব্যাখ্যা:
Hints: Black and blue- নির্দয়ভাবে, বেদম প্রহার বা to beat mercilessly। অন্যদিকে mercifully করুণার সাথে/দয়ার সাথে; sympathetically সহানুভূতির সাথে এবং hopefully- আশাপ্রদরূপে।
ব্যাখ্যা:
Hints: প্রদত্ত বাক্যের underlined phrase-টি শুধু (ক) 'behave gently' phrase দ্বারা স্থানান্তর করা যায়। এতে বাক্যের structure এবং অর্থ উভয়ই ঠিক থাকে।
ব্যাখ্যা:
Hints: 'Black Sheep' হলো (ঘ) An idiom। Idiom অর্থ বাগধারা। অন্যদিকে phrase হলো বাক্য মধ্যস্থিত কয়েকটি শব্দের সমষ্টি। সুতরাং সংজ্ঞার বিচারে Black Sheep- কুলাঙ্গার বা পরিবারের কলঙ্কজনক ব্যক্তি একটি idiom-এর উদাহরণ।
490. Choose the correct meaning of the phrase 'End in smoke':
ব্যাখ্যা: 'End in smoke' phrase টি বাংলা অর্থ ব্যর্থ হওয়া; Phraseটির অর্থ প্রকাশ পায় come to nothing দ্বারা। Catch fire অর্থ আগুন লাগা, destroy অর্থ ধ্বংস করা আর stop smoking অব ধুমপান বন্ধ করা।
ব্যাখ্যা:
Hints: 'He is all but ruined' এ All but অর্থ very nearly বা খুব কাছাকাছি। যে চারটি option দেয়া আছে তাদের মধ্যে (খ) He is nearly ruined-ই সঠিক উত্তর।