Image
আন্তর্জাতিক প্রশ্ন Questions
2161. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
চীন ও রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তান
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
2163. অং সান সুচি কোন দেশের নেত্রী?
চীন
ভিয়েতনাম
জাপান
মিয়ানমার
2164. জার্মাণ আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরাল্ড লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাজিনো লাইন
ম্যাকমোহন লাইন
2165. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
মিয়ানমার
ভারত
থাইল্যান্ড
মালয়েশিয়া
2166. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরাল্ড লাইন
ম্যাকমোহন লাইন
তালেবান লাইন
র‍্যাডক্লিফ লাইন
2167. 'ডুরাল্ড লাইন' কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনটিই নয়
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
2168. র‍্যাডক্লিফ লাইন' কোন দু'টি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি-ফ্রান্স '
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ভারত-চীন
ভারত-পাকিস্তান
2169. অং সান সূচির রাজনৈতিক দলের নাম—
বিজেপি
এপি পার্টি
এমএনপি
এনএলডি
2170. অং সান সুচিকে যে সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেয়া হয়—
২০০৭
২০০৮
২০০৯
২০১২
2171. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
সনোরা লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা লাইন
হিন্ডারবার্গ লাইন
2172. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ‌‌্যাকার সীমারেখা ----
ডুরাল্ড লাইন
ম্যাজিনো রেখা
৩৮তম অক্ষরেখা
ম্যাকমোহন লাইন
2174. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন।
রেডলাইন
ডুরাল্ড লাইন।
র‍্যাডক্লিফ লাইন
2175. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ইসরাইল ও জর্ডান
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
চীন ও তাইওয়ান
ভারত ও পাকিস্তান
2176. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
এলওসি
ম্যাজিনো লাইন
2177. 'ডুরাল্ড লাইন' কোন দুটি দেশের সীমান্ত রেখা?
বাংলাদেশ-ভারত
ভারত-চীন
পাকিস্তান-আফগানিস্তান
ভুটান-ভারত
2178. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
India-Pakistan
India-China
China-Tibet
India-Bhutan
2179. মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী অং সান সুচি কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন?
১৯৮৯ সালে
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
2180. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)