Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2181. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ইন্দিরা গান্ধী
জ্যোতি বসু
রাজীব গান্ধী
কোনটিই নয়
2182. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
সরদার শরন সিং
সমর সেন
আর, কে, দিক্ষিত
বিজয় পন্থী পরিত
2183. ১৯৭১ সালের ডিসেম্বর মাসে দুই লক্ষাধিক ভারতীয় সেনা বা মিত্র বাহিনী আমাদের মুক্তিবাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা কতদিন বাংলাদেশে অবস্থান করে?
প্রায় তিন মাস
প্রায় ছয় মাস
প্রায় নয় মাস
প্রায় এক বছর
2184. মুক্তিযুদ্ধের সময় ৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন—
মেজর এম. নুরুজ্জামান
মেজর শওকত আলী
মেজর কাজী নুরুজ্জামান
মেজর এম. এ. জলিল
2185. কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল?
ঢাকা
চট্টগ্রাম
রাজশাহী
সিলেট
2186. মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
এম. কে. বাশার
আবু ওসমান চৌধুরী
কাজী নূরুজ্জামান
এম. এ. মঞ্জুর
2187. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
2188. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৯টি
১০টি
১১টি
১২টি
2189. মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নং সেক্টরে ছিল?
৪ নং
৬ নং
৮ নং
২ নং
2190. মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করো—
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
৩ ডিসেম্বর ১৯৭১
2191. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?
৬০টি
৬৪টি
৬৫টি
৫৫টি
2192. মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টরে মোট কতজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন?
১০
১২
১৫
১৬
2193. মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
মেজর খালেদ মোশাররফ
মেজর সি. আর, দত্ত
মেজর কে. এম. শফিউল্লাহ
মেজর জলিল
2194. মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল?
১১
2195. মুক্তিযুদ্ধের সময় কোন কোন রেজিমেন্টের সমন্বয়ে কে ফোর্স গঠিত হয়েছিল?
৪, ৯ ও ১০ ইস্ট বেঙ্গল
১, ৪ ও ৮ ইস্ট বেঙ্গল
৩ ও ৮ ইস্ট বেঙ্গল
২ ও ৯ ইস্ট বেঙ্গল
2196. মেজর সি. আর, দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
2197. মুক্তিযুদ্ধের সময়ে কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল?
১ নম্বর সেক্টর
২ নম্বর সেক্টর
৩ নম্বর সেক্টর
৪ নম্বর সেক্টর
2198. মীর শওকত আলী মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন?
১০
2199. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
১০
১১
2200. মুক্তিযুদ্ধে কে ফোর্সের প্রধান কে ছিলেন?
কে.এম. শফিউল্লাহ
কামারুজ্জামান
খালেদ মোশাররফ
কাদের সিদ্দিকী