Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
3081. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
আতাউর রহমান খান
নুরুল আমিন
খাজা নাজিমুদ্দিন
আবু হোসেন সরকার
3082. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
3083. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫
3084. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
3085. সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল
কয়লা
চীনামাটি
3086. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
চাকমা
মুরং
ঘুমি
খাসিয়া
3087. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
দক্ষিণ তালপট্টি
সেন্টমার্টিন
নিঝুম দ্বীপ
ভোলা
3088. কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
গেওয়া
ধুন্দল
গর্জন
সুন্দরী
3089. আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
লন্ডনে
হেগে
3090. পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল?
৪৮
৫৬
৬৬
3092. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
3093. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
দ্বি-জাতিতত্ত্ব
সামাজিক চেতনা
অসাম্প্রদায়িকতা
বাঙালি জাতীয়তাবাদ
3094. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
3095. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা
3096. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
নুরুল আমিন
আতাউর রহমান
খাজা নাজিমউদ্দীন
আবু হোসেন সরকার
3097. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
3098. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
3099. বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
বৈকাল
কাম্পিয়ান
লেক সুপিরিয়র
চিলকা
3100. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক